অমিত সরকার, কলকাতা: পুরোপুরি গ্রীষ্মকাল চলে এসেছে। আর এই সময় মানুষের মনে একটা চিন্তা ঘোরাফেরা করে যে এবার বর্ষা এবং ঝড়-বৃষ্টি কেমন হবে। কারণ এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নানা মানুষ অনেক প্ল্যান করে থাকলেও সাধারণ মানুষের কিন্তু অনেকটাই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তবে এবার প্রবল তাপদাহের মধ্যে সকলে চাইছে যে একটু বৃষ্টি নামুক। তবে পরিবেশ একটু শান্তি পাবে। তবে সবসময়ের মত এবারেও মানুষের মাথায় চলছে যে প্রতি বছর আবহাওয়া দপ্তর জানিয়ে দেয় বৈশাখের শুরুতে বর্ষা কেমন হবে তার একটা পূর্বভাস দিয়ে দেয়। তবে এবার বৈশাখের শুরুতে বর্ষা ঠিক কেমন হবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা দেখে নেব।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরক্ষীয় অংশে এখন এল নিনোর প্রভাত রয়েছে। কিন্তু বায়ুমণ্ডলীয় সঞ্চালনে লা নিনা প্রভাব রয়েছে। এর ফলে এবার জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব প্রবল হবে। আর তার কারণে এবার ভারতে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া খবর অনুযায়ী এবার মনে করা হচ্ছে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টি হবে। তবে ১০৫% বৃষ্টিপাতের সম্ভাবনা আশা করছেন তারা।
এছাড়া আবহাওয়া দপ্তর আরো একটি কথা জানিয়েছে যে তারা মে মাসের শেষে আবার একটি বর্ষা নিয়ে পূর্বভাস দেবে। তখন পুনরায় সার্বিক পরিস্থিতি বিচার করা হবে এবং তখন কিন্তু আবারো এই বর্ষা নিয়ে একটি পূর্বাভাস জারি করবে নতুন করে। তবে এবার স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবারে বিভিন্ন জায়গায় তাপদাহ থাকলেও বৈশাখের শুরুতে সেই দহন জ্বালা নেই। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী প্রায় প্রতিদিনই পূর্বাভাস জারি করছে ঝড় বৃষ্টির।