অমিত সরকার, নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে। এরপর থেকেই গোটা দেশ ফুঁসছে ক্ষোভে। সেই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক, যা নিন্দায় সবর গোটা বিশ্ব। আর এমন পরিস্থিতিতে পাকিস্তানের দ্বিচারিতা আরো যেন প্রকট হয়ে উঠলো, দুদিন আগেও পাকিস্তান এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দা করেছিল আর এবার সেই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের এই স্বাধীনতা সংগ্রামী আখ্যা দিলেন পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মোঃ ইশাক দার (Ishaq Dar)।
সম্প্রতি সাংবাদিক বৈঠকে মোঃ ইশাক দার বলেন ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে পহেলগাঁও জেলায় যারা হামলা চালিয়েছিল, তারা হতে পারে স্বাধীনতা সংগ্রামী। তবে এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু ভারত কড়া পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। যেমন ১৯৬০ সালে সিন্ধু জল বন্টন চুক্তি নেওয়া হয়েছিল তা বর্তমানে স্থগিত করে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইশাক দার বলেন পাকিস্তানের ২৪ কোটি মানুষের জলের প্রয়োজন এটা বন্ধ করা যায় না এটা এক্ট অফ ওয়ার। তারা এও জানান যে কোনরকম স্থগিতাদেশ বা দখল মেনে নেওয়া হবে না। ভারত যদি পাকিস্তানকে হুমকি অথবা আক্রমণ করে তাহলে তারা প্রত্যুত্তর দিতে বাধ্য হবেন বলেও জানান বিদেশ মন্ত্রী। আর বিদেশ মন্ত্রীর জঙ্গিদের, স্বাধীনতা সংগ্রামী মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।