পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে বড় আপডেট! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য নতুন নিয়ম

Published on:

WB Health Scheme

অমিত সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য রয়েছে এক খুশির খবর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS)-এর অধীনে ওষুধ কেনা এবং বহির্বিভাগীয় (OPD) চিকিৎসার খরচ ফেরতের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। ৮ মে ২০২৫ তারিখে রাজ্য সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেল থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

চিকিৎসা সংক্রান্ত পরিবর্তন

রাজ্য সরকার সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের চিকিৎসার খরচ ফ্লেম করার প্রক্রিয়াকে আরও সহজ ও বাস্তবসম্মত করেছে।

পূর্ববর্তী নিয়মে অসুবিধা

আগে কর্মচারী বা পেনশনভোগীরা OPD পরামর্শের তারিখ থেকে ছয় মাসের মধ্যে সর্বাধিক দু’বার অনলাইনে OPD ক্লেম করতে পারতেন। কিন্তু দীর্ঘস্থায়ী অসুস্থতার ক্ষেত্রে এই নিয়মটি অনেক সমস্যার সৃষ্টি করছিল, যার ফলে আর্থিক চাপও বাড়ছিল। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতেই নতুন নির্দেশিকা প্রয়োগ করা হয়েছে।

নতুন নির্দেশনাসমূহ

ওষুধ কেনার সুবিধা বৃদ্ধি

এখন থেকে প্রতি মাসেই ওষুধ অগ্রিম কেনার জন্য আবেদন করা যাবে। তবে আগে থেকে চালু থাকা তিন মাস পর্যন্ত ওষুধ ক্রয়ের অনুমতি বহাল থাকবে।

আরও পড়ুন: আগামী তিন মাসের জন্য রেশন মজুদের নির্দেশ জেলায় জেলায়, কড়া বার্তা নবান্নর

চিকিৎসক পরামর্শ আবশ্যিক

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের ৭(১) এবং ৭(২) ধারার অধীনে OPD ক্লেম করতে হলে প্রতি ছয় মাস অন্তর চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক।

একই রোগে একাধিক ক্লেম নয়

নির্দিষ্ট সময়কালে যদি কোনো অসুস্থতার OPD ক্লেম নিষ্পত্তি হয়ে যায়, তাহলে ওই একই রোগের জন্য ওই সময়ের মধ্যে আর কোনও নতুন ক্লেম করা যাবে না।

একাধিক পরামর্শ 

যদি কেউ নির্দিষ্ট সময়ে একই রোগের জন্য একাধিকবার চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে সকল কনসালটেশন ফি ও অনুমোদিত খরচ একত্রিত করে একটি মাত্র ক্লেম জমা দিতে হবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।