কালবৈশাখীর আগমনে স্বস্তি! পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

Published on:

Kalboishakhi 2025

অমিত সরকার, কলকাতা: গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে প্রচণ্ড গরম। দিনের বেলা পারদের তীব্র দাপটে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। বেশ কিছু জেলায় সন্ধ্যা নাগাদ ঝড়-বৃষ্টি দেখা গেলেও তা খুবই অস্থায়ী। এ অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন— এই দাবদাহ থেকে কবে মিলবে মুক্তি?

এমন পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে শীঘ্রই প্রবল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা অনেকটাই কমিয়ে আনতে পারে।

দক্ষিণবঙ্গের তীব্র গরম ও তাপপ্রবাহ

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে চলছে অস্বস্তিকর গরম। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা— এই সব জেলায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৪ ও ১৫ মে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। এই জেলাগুলির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

কবে মিলবে স্বস্তি?

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার রাত থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং প্রবেশ করতে পারে কালবৈশাখী। শুক্রবার (১৬ মে) থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোথায় কোথায় বৃষ্টি ও ঝড়?

শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাব্য জেলাগুলি:

  • পশ্চিম মেদিনীপুর
  • ঝাড়গ্রাম
  • পুরুলিয়া
  • বাঁকুড়া
  • পূর্ব ও পশ্চিম বর্ধমান
  • মুর্শিদাবাদ
  • বীরভূম

এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (১৭ মে) কলকাতা, হাওড়া, হুগলি ও সংলগ্ন জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা কিছুটা কমবে, ফলে শহরবাসী পাবে স্বস্তি।

উত্তরবঙ্গের পূর্বাভাস

উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৩০-৫০ কিমি গতিতে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যেহেতু এই এলাকা ভূমিধসপ্রবণ, তাই সতর্কতা জারি করা হয়েছে এবং পর্যটকদের পাহাড়ি রাস্তায় সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।