১ জুন থেকে বদলে যাচ্ছে ট্র্যাফিক নিয়ম ! জেনে নিন সংযোগ পোর্টাল কীভাবে কাজ করবে

Published on:

Traffic Fine Rules WB

অমিত সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে যানবাহন ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হতে চলেছে। রাজ্য সরকার ঘোষণা করেছে যে, আগামী ১ জুন ২০২৫ থেকে রাজ্যজুড়ে চালু হতে চলেছে “সংযোগ” নামের একটি ডিজিটাল পোর্টাল, যা মূলত ই-চালান ব্যবস্থা ও যানবাহন সংক্রান্ত একাধিক পরিষেবা অনলাইনে সরবরাহ করবে। এই পদক্ষেপের মাধ্যমে যানবাহন সংক্রান্ত কার্যক্রমে আরও স্বচ্ছতা, গতি ও দক্ষতা আনা হবে বলেই মনে করছে পরিবহন দপ্তর।

কী এই সংযোগ পোর্টাল?

“সংযোগ” হলো একটি কেন্দ্রীয় ইউনিফাইড ডিজিটাল ট্রাফিক চালান পোর্টাল। পরিবহন দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আইটি অ্যান্ড ই বিভাগের সহযোগিতায় এই পোর্টালটি তৈরি করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে গাড়ি মালিক ও চালকরা একাধিক পরিষেবা পাবেন যা এতদিন পর্যন্ত বিভিন্ন দপ্তরে ঘুরে করতে হতো।

সংযোগ পোর্টালে যেসব পরিষেবা মিলবে:

  • ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ই-চালান দেখার ও পরিশোধের সুবিধা
  • গাড়ির চালান সংক্রান্ত স্ট্যাটাস ট্র্যাকিং
  • অনলাইন রেজিস্ট্রেশন ও গাড়ির নথি সংরক্ষণ
  • No Objection Certificate (NOC) আবেদন ও ইস্যু
  • GRIPS গেটওয়ের মাধ্যমে অনলাইনে জরিমানা জমা

কেন চালু হলো এই পোর্টাল?

এই পোর্টাল চালুর মূল উদ্দেশ্য—

  1. ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ডিজিটাল ও একক প্ল্যাটফর্মে নিয়ে আসা
  2. নাগরিকদের হয়রানি কমানো
  3. জরিমানা পরিশোধের প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করা
  4. বিভিন্ন দপ্তরের সঙ্গে একাধিকবার যোগাযোগের ঝামেলা কমানো

পরিবহন দপ্তর জানিয়েছে, ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে কাগজপত্রে দুর্নীতি কমবে, পাশাপাশি জনগণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে তাদের যানবাহন সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবে।

আরও পড়ুন: বাংলায় আবারও বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম! নতুন দাম কত জেনে নিন

১ জুন থেকে কী কী নতুন নিয়ম কার্যকর হবে?

সব গাড়ি মালিকদের জন্য সংযোগ পোর্টালে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। একবার রেজিস্টার করলে যানবাহনের যাবতীয় তথ্য পোর্টালে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। যদি কেউ ট্রাফিক আইন ভঙ্গ করেন, তাহলে তার নামে ই-চালান অনলাইনে আপলোড করা হবে এবং তিনি GRIPS পোর্টালের মাধ্যমে ঘরে বসেই জরিমানা দিতে পারবেন। এই ব্যবস্থার ফলে আর থানায় গিয়ে লাইনে দাঁড়িয়ে জরিমানা দেওয়ার দরকার পড়বে না।কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং পরিবহন দপ্তর—তিনটি দপ্তরই একই ই-চালান ব্যবস্থায় যুক্ত হচ্ছে। এর ফলে আর আলাদা করে কোনও দপ্তরের কাছে যেতে হবে না, একটি প্ল্যাটফর্মেই মিলবে সমস্ত তথ্য ও পরিষেবা।

সরকারের বক্তব্য

রাজ্য পরিবহন দপ্তর জানিয়েছে, “সংযোগ পোর্টালের মাধ্যমে রাজ্যে যানবাহন ব্যবস্থাপনায় ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে। জনগণ যেমন উপকৃত হবে, তেমনই প্রশাসনিক কাজেও গতি আসবে।”

এই ডিজিটাল রূপান্তরের ফলে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় অনলাইন যানবাহন পরিষেবায় অনেকটাই এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন পরিবহন আধিকারিকরা।

জনসাধারণের উদ্দেশ্যে বার্তা

পরিবহন দপ্তর সাধারণ গাড়ি মালিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে যে, “১ জুনের আগে আপনার যানবাহন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আপডেট করুন এবং সংযোগ পোর্টালে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন”। অন্যথায় জরিমানার ক্ষেত্রে বিভ্রান্তি বা বিলম্ব হতে পারে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।