DA মামলায় বড় আপডেট! রাজ্য সরকারের বিরুদ্ধে ফের আইনি নোটিশ

Published on:

West Bengal DA Case

অমিত সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে মামলা নতুন মোড় নিচ্ছে। দীর্ঘদিন ধরে আন্দোলন ও আইনি লড়াইয়ের পর এবার সরকারি কর্মীদের একাংশ রাজ্য সরকারের বিরুদ্ধে ফের আইনি পদক্ষেপ নিয়েছেন। সুপ্রিম কোর্টে এখনও চূড়ান্ত রায় না এলেও, সরকারি কর্মীরা লড়াই জারি রেখেছেন।

DA নিয়ে আদালতের দ্বারস্থ সরকারি কর্মীরা

গত কয়েক বছর ধরে রাজ্যের সরকারি কর্মীরা DA সংক্রান্ত বকেয়া পাওনার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। যদিও একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য এসেছে, কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কোনো চূড়ান্ত রায় প্রকাশিত হয়নি।

এই মামলার প্রেক্ষিতে ডিএ আন্দোলন বারবারই রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। রাজ্য সরকার একাধিকবার জানিয়েছে, তারা কেন্দ্রের মতো হারে মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয়। কিন্তু কর্মীদের দাবি, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, এই বকেয়া DA পরিশোধ করা সরকারের দায়িত্ব।

নতুন আইনি নোটিশ রাজ্য সরকারকে

সম্প্রতি সরকারি কর্মীদের একাংশ রাজ্য সরকারের বিরুদ্ধে ফের আইনি নোটিশ পাঠিয়েছেন। তাঁদের অভিযোগ, সরকার বকেয়া DA না দিয়ে তার বদলে অন্য খাতে খরচ করেছে, যা সম্পূর্ণ বেআইনি। সেই অভিযোগকে সামনে রেখেই এবার আইনি পথে ফের চিঠি পাঠানো হয়েছে।

এই নোটিশটি পাঠানো হয়েছে সরকারি কর্মীদের আইনজীবী ফিরদৌস কামের তরফে। এই চিঠির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে চলা মামলার নির্দেশ অনুসারে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং যথাযথভাবে বকেয়া DA মেটাতে হবে।

আরও পড়ুন: MSME-তে ২১০ কোটি টাকার বিনিয়োগ, ৪ হাজার নতুন চাকরি! মমতার বড় ঘোষণা

সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এখনো বাকি

যদিও সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে, তবুও চূড়ান্ত রায় এখনো আসেনি। রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী এই মামলার দিকে তাকিয়ে আছেন, কারণ এই রায়ের উপর নির্ভর করছে তাদের বকেয়া পাওনা প্রাপ্যতা।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।