স্কুলে মোবাইল ব্যবহার করতে পারবে না শিক্ষক-শিক্ষিকারা! নতুন নিয়ম চালু করেছে শিক্ষা দপ্তর

By Indrani Sarkar

Updated on:

স্কুলে মোবাইল ব্যবহার করতে পারবে না শিক্ষক-শিক্ষিকারা

এবার রাজ্যে বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে শিক্ষা দপ্তর কারণ ছাত্র-ছাত্রীদের পর এবার স্কুল শিক্ষকদের মোবাইল ফোনের ব্যবহার নিয়ে এসেছে নতুন করে অভিযোগ। শোনা যাচ্ছে বিভিন্ন স্কুলে পঠন-পাঠন চলাকালীন শিক্ষক-শিক্ষিকারা মোবাইল ফোন ব্যবহার করে থাকে। এই অভিযোগ একাধিকবার এসেছে এর আগেই তাই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নির্দেশিকা জারি করার পরেও বিশেষ কোনো সুফল পাওয়া যায়নি।

এবার হঠাৎ করেই বিচারপতি বসুর সারপ্রাইজ ভিজিটের ফলে নড়ে বসলো রাজ্যের শিক্ষা দপ্তর। এরপরেই রাজ্যের প্রতিটি স্কুলে পাঠানো হলো বিশেষ নির্দেশিকা।

নতুন নির্দেশিকা অনুযায়ী ক্লাস চলাকালীন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জরুরি প্রয়োজন ছাড়া নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবে না। ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষিকারা যাতে পুরোটা সময় ছাত্র-ছাত্রীদের জন্যই ব্যয় করতে পারে সেই বিষয়ে লক্ষ্য রেখে এই নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। এর ফলে শিক্ষক শিক্ষিকারা ক্লাস চলাকালীন অপ্রয়োজনীয় ভাবে নিজেদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এই নির্দেশিকা জারির পরেও যদি কোন অভিযোগ আসে এই ব্যাপারে তাহলে নির্দিষ্ট এলাকার স্কুল পরিদর্শকরা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানানো হয়েছে।

ছুটির বিষয়ক নির্দেশিকা জারি

মোবাইল ফোনের ব্যবহারের নির্দেশিকার সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের ছুটি নেওয়ার বিষয়টিও নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করেছে শিক্ষা পর্ষদ।কোন কোন স্কুলে দেখা গেছে যে কোন দিন একই দিনে একাধিক শিক্ষক-শিক্ষিকারা ছুটি নেয় এবং পঠন-পাঠনে বিঘ্ন ঘটে।

আরও পড়ুন: Food SI পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তবে কি বাতিল হবে পরীক্ষা?

সূত্রের খবর অনুযায়ী এই বিষয়টি নিয়েও শিক্ষা দপ্তর নতুন একটি নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে একটি নির্দিষ্ট স্কুলে শিক্ষক-শিক্ষিকার মোট সংখ্যার উপর নির্ভর করবে ওই বিদ্যালয়ে একই দিনে কতজন শিক্ষক শিক্ষিকা একসঙ্গে ছুটি নিতে পারবেন। এবং বিদ্যালয়ের পরিদর্শকদেরও বিশেষভাবে বলে দেওয়া হয়েছে যে একই বিদ্যালয়ে একদিনে অধিক শিক্ষকের ছুটি নেওয়ার বিষয়টি যাতে বিশেষভাবে নজরদারি রাখে।

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।