IGM Kolkata Recruitment 2024: India Government Mint, Kolkata এর পক্ষ থেকে কর্মী নিয়োগ হবার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে Engraver, Jr. Technician, এবং Lab Assistant কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা কেন্দ্রের স্থায়ী চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর তারা এক্ষেত্রে আবেদন করতে পারবে। আজকের প্রতিবেদনে আমরা এই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
রাজ্যে নোট ছাপানোর অফিসে নিয়োগ (IGM Kolkata Recruitment 2024)
India Government Mint, Kolkata পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯টি শূন্য পদে এনগ্রেভার, জুনিয়র টেকনিশিয়ান এবং ল্যাব এসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনকারীদের বয়স কত কি হতে হবে? যোগ্যতা কি লাগবে? বেতন কত করে দেবে? একাধিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আপনারা পুরো প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে, শুনে, বুঝে তারপর আবেদন প্রক্রিয়া নিজের দায়িত্বে সম্পন্ন করবেন।
পদের নাম
India Government Mint, Kolkata পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়ার টেকনিশিয়ান, ল্যাব এসিস্ট্যান্ট এবং এনগ্রেভার পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।
মোট শূন্য পদ
IGM Kolkata এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯ টি শূন্য পদ রয়েছে। পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা নীচে দেওয়া হল।
- Engraver (Metal Works)- মোট ২ টি শূন্য পদ রয়েছে।
- Jr. Technician (Burnisher)- মোট ৬ টি শুন্য পদ রয়েছে।
- Lab Assistant- মোট ১ টি শূন্যবাদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
- Jr. Technician (Burnisher) – আবেদনকারীদের একটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে গোল্ডস্মিথ ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই (ITI) পাস করা থাকতে হবে।
- Engraver – আবেদনকারীদের ৫৫ % নম্বর নিয়ে ফাইন আর্টস গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে।
- Lab Assistant- আবেদনকারীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল্যাব অ্যাসিস্ট্যান্টে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুন: UPSC Medical Officer Recruitment 2024: মোট ৮ ২৭টি শূন্য পদে মেডিকেল অফিসার নিয়োগ
আবেদনকারীদের বয়সসীমা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর। তবে এনগ্রেভার পদের জন্য আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর। আর টেকনিশিয়ান এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছর। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
বেতন
এক্ষেত্রে আবেদন করে যদি চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন হবে এনগ্রেভার পদের ক্ষেত্রে ২৩৯১০ টাকা থেকে ৮৫৫৭০ টাকা পর্যন্ত। এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন পাবেন ১৮৭৮০ টাকা থেকে ৬৭৩৯০ টাকা পর্যন্ত।
আবেদন ফি (Application Fee)
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীদেরই আবেদন ফি জমা করতে হবে।
- SC/ST/PWD – প্রার্থীদের আবেদন ফ্রি হিসেবে ২০০ টাকা করে জমা করতে হবে।
- এছাড়া অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের ৬০০ টাকা করে জমা করতে হবে।
- টাকা জমা কিন্তু অনলাইনে মাধ্যমে দিতে হবে।
আরও পড়ুন: UPSC তে IES ISS পদে কর্মী নিয়োগ, আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে
নিয়োগ পদ্ধতি
আবেদনকারীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। কোন নেগেটিভ মার্ক থাকবে না। টোটাল ১২৫ নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে ১২০ মিনিট।
আবেদন পদ্ধতি
- আবেদনকারীদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সবার প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে নিতে হবে।
- তারপর এপ্লাই লিংকে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে।
- লগইন আইডি দিয়ে লগইন করার পরে আবেদন পত্রটি সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
- যা যা ডকুমেন্টস চেয়েছে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে।
আবেদনের শুরু এবং শেষ তারিখ
সংস্কার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু তারিখ রয়েছে ২৩/০৩/২০২৪। এবং আবেদন শেষ হওয়ার তারিখ রয়েছে ২২/০৪/২০২৪। এই ডেটের মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন Link | » Online Form |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | » Download |
অফিসিয়াল ওয়েবসাইট | » Visit Now |
আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।