WB Upper Primary TET 2016 Question Paper PDF: আপনারা যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছেন তারা সকলে যে কোন পরীক্ষার ক্ষেত্রে আগের বছরের প্রশ্নপত্র একবার দেখে নিতে চান, ধারণা পাবার জন্য। তার কারণ হল যারা কোন বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয় সে ক্ষেত্রে কিন্তু তাদের একটা টেনশন থাকে যে কোশ্চেন কেমন হবে? কি টাইপের হবে? কোথাথেকে প্রশ্ন আসবে? এক একটি প্রশ্নে কি রকম নম্বর থাকবে? কত সময় দেবে? এ সমস্ত একাধিক বিষয় নিয়ে কিন্তু তাদের একটা টেনশন চলতেই থাকে। সেজন্য পরীক্ষার্থীরা তার আগের পরীক্ষার প্রশ্নপত্রটি একবার দেখে নেয়, কি টাইপের প্রশ্ন আসে? কত নম্বরের কোশ্চেন আসে? এ সমস্ত দেখে নেবার জন্য। এতে করে তারা অনেক সাজেশন পায় কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আগের বছরের প্রশ্ন পরের বছর আসে না। আমাদের এই প্রতিবেদনের নীচে আমরা সরাসরি ২০১৬ সালের আপার প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নের PDF এর লিঙ্ক প্রদান করেছি আপনারা সরাসরি সেই PDF লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা প্রয়োজনীয় তথ্য দেখে নিতে পারবেন।
বর্তমানে আপনারা যারা প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র গুলি খুবই সাহায্য করবে। তাই আমরা বিগত ২০১৬ বছরের আপার প্রাইমারি টেট পরীক্ষায় প্রশ্নপত্রের PDF লিংক নীচে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাই সমস্ত পরীক্ষার্থীদের বলবো সময় নষ্ট না করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা গতবছরের পরীক্ষার প্রশ্নপত্র গুলি একবার করে দেখে নিন।
WB Upper Primary TET 2016 Question Paper PDF
SET NO | PDF LINK |
SET 1 | Download |
SET 2 | Download |
SET 3 | Download |
SET 4 | Download |
SET 5 | Download |
আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী তালিকা ১৯৪৭ থেকে ২০২৪ PDF Download
আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।