বর্তমানে আধার কার্ড ছাড়া কোন প্রমাণীকরণ এর কাজ সম্পন্ন হয় না। প্রায় সব ধরনের কাজে কিন্তু আধার ভেরিফিকেশন করাতে হয়। তাই আধার কর্তৃপক্ষ অনলাইনের পাশাপাশি অফলাইন ই-KYC এর জন্য আধার XML নিয়ে এসেছে। তবে এই XML আবার কী? এটা কোন কাজে লাগে?
Offline Aadhaar XML কী?
এই আধার XML হলো একটি নিরাপদ ডকুমেন্ট যা যেকোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এই কার্ডে হোল্ডারের ডিজিটাল সাইন থাকে। এই আধার কার্ডেও কিন্তু আসল আধার কার্ডের মতোই ঠিকানা, ছবি, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদি সমস্ত তথ্য থাকে, তবে সেই সমস্ত তথ্য গুলি base64 এনকোডেড ফরম্যাটে থাকে। এই কার্ডে সবচেয়ে বড় সুবিধা হল আধান নম্বর ছাড়াই এখানে অফলাইন ভেরিফিকেশন করা যাবে। তাই এটি আপনারা মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন। তবে UIDAI কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই সমস্ত অফলাইন আধার XML শুধুমাত্র আধার কার্ড হোল্ডাররাই ব্যবহার করতে পারবে।
কী কী কাজে আসবে এই আধার?
সাধারণত অফলাইন কোন ই-KYC করার ক্ষেত্রে কাজে আসবে এই অফলাইন আধার XML ফাইলটি। এই ফাইলটি mAadhaar অ্যাপ থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আপনি এটি সার্ভিস প্রোভাইডারের সাথে শেয়ার করতে পারবেন। কোন সার্ভিস প্রোভাইডারের সঙ্গে সাক্ষাৎ না করেই কিন্তু তার সঙ্গে এই ফাইল শেয়ার করতে পারবেন। কারণ সুরক্ষার দিক দিয়ে এই ফাইল বেশ কার্যকর। এটি আপনার আধার নম্বর এবং সমস্ত তথ্য গোপন রাখে, তাই জালিয়াতি বা প্রতারনা হওয়ার ঝুঁকি খুবই কম থাকে। এই ফাইলে যেহেতু ডেমোগ্রাফিক তথ্য রয়েছে তাই অথেন্টিকেশন করতে কোন অসুবিধা হবে না।
আরও পড়ুন: অনলাইন জন্ম প্রমাণপত্র ডাউনলোড করতে চান, দেখে নিন পদ্ধতি
কীভাবে অফলাইন আধার XML ডাউনলোড করবেন?
- সবার প্রথমে ফোনের ব্রাউজারে এসে myaadhaar.uidai.gov.in/offline-ekyc ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি দিয়ে স্কিনে দেওয়া সিকিউরিটি কোড দিতে হবে।
- তারপর ফোনে একটি OTP আসবে।
- সেই ওটিপি দিয়ে একটি শেয়ার করে দিতে হবে পাসওয়ার্ড হিসেবে। ওই শেয়ার কোড দিয়েই XML জিপ ফাইলটি খোলা যাবে।
- তারপর ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডিজিটাল সাইন করা অফলাইন আধার XML ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।