ভারতীয় বিমান বাহিনীতে চাকরির সুযোগ! IAF Officer পদে হবে নিয়োগ, জেনে নিন বিস্তারিত

By Amit Sarkar

Updated on:

Indian Air force Recruitment 2024

Indian Air Force (IAF) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী Air Force Common Admission Test (AFCAT) ২/২০২৪ ব্যাচের কোর্সের জন্য আবেদন গ্রহণ করা হবে। Indian Air Force এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে কর্মে নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

নিয়োগ সংস্থাIndian Air Force (IAF)
পদের নামShort Service Commission (SSC) in Flying Branch and Ground Duty (Non-Technical and Technical)
মোট শূন্যপদ৩০৪
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ২৮/০৬/২০২৪

পদের নাম ও শূন্যপদ

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী Flying Branch and Ground Duty (Non-Technical and Technical) পোস্টে মোট ৩০৪ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনকারীর বয়সসীমা

১. Flying Branch – এক্ষেত্রে আবেদনকারীদের বয়স কুড়ি থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে, আবেদনকারীদের জন্ম তারিখ ০২/০১/২০০১ থেকে ০১/০১/২০০৫ এর মধ্যে হতে হবে।

২. Ground Duty (Technical/Non Technical)- এক্ষেত্রে আবেদনকারীদের বয়স কুড়ি থেকে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স কিন্তু ১/৭/২০২৫ অনুযায়ী হতে হবে। অর্থাৎ প্রার্থীদের জন্ম তারিখ ০১/০৭/১৯৯৯ থেকে ০১/০৭/২০০৫ এর মধ্যে হতে হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পাসে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? জেনে নিন একনজরে

শিক্ষাগত যোগ্যতা

সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আলাদা আলাদা পোস্ট এর জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের থাকতে হবে।

১. Flying Branch and Ground Duty (Non Technical)- আবেদনকারীদের ফিজিক্স এবং গণিত বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং সঙ্গে তিন বছরের গ্রেজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে। অথবা BE /BTech ডিগ্রী করা মিনিমাম ৬০% নম্বরসহ যেকোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে পাস করা থাকতে হবে।

২. Ground Duty (Technical)- এ ক্ষেত্রেও আবেদনকারীদের পদার্থবিদ্যা এবং গণিতের ৬০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার এবং টেকনোলজির উপরে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি করে থাকতে হবে।

বেতন

উপরোক্ত পদ গুলির জন্য আবেদন করে আপনি যদি চাকরি পান তাহলে প্রতি মাসে আপনার বেতন হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকার মধ্যে।

নিয়োগ পদ্ধতি/ নির্বাচন প্রক্রিয়া

এক্ষেত্রে সমস্ত আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য ও সঠিক প্রার্থীকে বাছাই করা নেওয়ার জন্য সংস্থা প্রথমে একটি লিখিত পরীক্ষা নেবে, তারপর ইন্টারভিউ নেবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন করার শুরুর তারিখ ৩০/০৫/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ২৮/০৬/২০২৪।

কী ভাবে আবেদন করতে হবে?

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) লগইন আইডি দিয়ে লগইন করার পর সমস্ত ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৪) যা যা ডকুমেন্ট চেয়েছে সে সমস্ত ডকুমেন্টের ফটোকপি সঠিক সাইজ মত স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

আরও পড়ুন: UPSC NDA 2 Recruitment 2024: উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন, জেনে নিন বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটAFCAT
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Here

ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বলব সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।