সম্প্রতি ইন্ডিয়ান কোস্টগার্ড এর পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। ভারতের যে কোন জেলা থেকে আবেদনকারীরা নিজেদের আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন।
সুচিপত্র
পদের নাম
ইন্ডিয়ান কোস্টগার্ড এর পক্ষ থেকে প্রকাশিত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Navik (General Duty) এবং Yantrik পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ সংখ্যা
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে মোট ৩২০ টি শূণ্য পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে Navik – North এর জন্য রয়েছে ৭৭ টি শূন্য পদ, Navik – West এর জন্য রয়েছে ৬৬ টি শূন্য পদ, Navik – North West এর জন্য রয়েছে ১২ টি শূন্য পদ, Navik – North East এর জন্য রয়েছে ৬৮ টি শূন্য পদ, Navik -East এর জন্য রয়েছে ৩৪ টি শূন্য পদ, Navik – Andaman & Nicobar এর জন্য রয়েছে ৩ টি শূন্য পদ, Yantrik (Mechanical) পদের জন্য রয়েছে মোট ৩৩ টি শূন্য পদ, Yantrik (Electrical) পদের জন্য রয়েছে মোট ১৮ টি শূন্য পদ, এবং Yantrik ( Electronics) পদের জন্য রয়েছে মোট ৯ টি শূন্য পদ।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ হল ১৩/৬/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ৩/৭/২০২৪। এই সময় সীমার মধ্যে আবেদনকারীদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদনকারীর বয়সসীমা
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারীদের জন্ম তারিখ হতে হবে ২৮/২/২০০৭ থেকে ১/৩/২০২৩ এর মধ্যে। বয়স সীমা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে আবেদনকারীদের যে কোন স্বীকৃত বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন মূল্য
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হলে SC/ST ক্যাটাগরির প্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না। এছাড়া অন্যান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ৩০০ টাকা করে আবেদন ফি দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
এক্ষেত্রে আবেদনকারীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তারপর বায়োমেট্রিক রেকর্ডিং, লিখিত পরীক্ষা, অ্যাসেসমেন্ট এবং এডাপ্তাবিলিটি, শারীরিক পরীক্ষার তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং নিয়োগের মিডিয়াল পরীক্ষার উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
- প্রথমে বিজ্ঞপ্তি ভালো করে দেখে নিতে হবে যে সে বিভক্তি অনুযায়ী নিজের যোগ্যতা আছে কিনা।
- তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই লিংকে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটে | Apply Now |
অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF | Download |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।