WB JENPAS Admit Card 2024: প্রকাশিত হলো BSc নার্সিং, প্যারামেডিকেল পরীক্ষার অ্যাডমিট কার্ড

By Indrani Sarkar

Updated on:

WB JENPAS Admit Card 2024

WB JENPAS Admit Card 2024: অবশেষে প্রকাশিত হল WBJEE JENPAS অ্যাডমিট কার্ড। যারা নার্সিং ও প্যারামেডিকেল কোর্সের পরীক্ষার জন্য আবেদন করেছিল তাদের জন্য অত্যন্ত খুশির খবর দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। ছাত্র-ছাত্রীরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

JENPAS Admit Card 2024

WBJEEB নার্সিং, প্যারামেডিকেল এবং অ্যালাইড সায়েন্সেস আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম প্রবেশপত্র প্রকাশ করেছে। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তারা অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।এই অ্যাডমিট কার্ড ২০/৬/২০২৪ থেকে ৩০/৬/২০২৪ এর মধ্যে ডাউনলোড করতে হবে, এবং পরীক্ষার তারিখ হল ৩০/৬/২০২৪। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আবেদন নম্বর এবং জন্মতারিখ লাগবে। প্রার্থীদের অবশ্যই কিন্তু এই অ্যাডমিট কার্ড পরীক্ষার হলে নিয়ে যেতে হবে না হলে তারা পরীক্ষায় বসতে পারবেন না।

JENPAS অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি

  • অ্যাডমিট কার্ড ডাউনলোড অনলাইনের মাধ্যমে করতে হবে।
  • সবার প্রথমে WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর ‘Examination’ অপশন থেকে Jenpas UG অপশনটিতে ক্লিক করতে হবে।
  • তারপর স্ক্রল করে নীচের দিকে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। এখানে যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক খুঁজে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রতিবেদনের নীচে সরাসরি লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে সেখান থেকেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
  • তারপর অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্মতারিখ এবং নীচে থাকা ক্যাপচা কোড সঠিকভাবে ফিলাপ করে নিলে, এরপর নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অ্যাডমিট কার্ড লিঙ্কDownload
অফিসিয়াল বিজ্ঞপ্তি PDFDownload
Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।