WBJEE ANM GNM Exam Date 2024: পিছিয়ে গেল ANM GNM পরীক্ষার তারিখ! জানুন বিস্তারিত

পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স বোর্ড দ্বারা আয়োজিত WBJEE ANM GNM 2024 পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ জয়েন্ট ইনচার্জ বোর্ড জানিয়ে দিয়েছে যে প্রকাশিত পরীক্ষার তারিখ অনুযায়ী এবারে পরীক্ষা হবে না কারণ পরীক্ষার তারিখ পিছিয়ে গিয়েছে। আসলে প্রতিবছর বিভিন্ন সরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য পশ্চিমবঙ্গে প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। WBJEE এর মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তেমনি চলতি বছরেও এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সহ ফর্ম ফিলাপ সম্পন্ন হয়েছে, এছাড়া এডমিট কার্ড ডাউনলোড এর লিংক ও জারি করেছিল বোর্ড। সেই মতো অনেক পরীক্ষার্থী ইতিমধ্যে এডমিট কার্ড ডাউনলোড করেও নিয়েছে। তবে ১০ জুলাই বুধবার বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

WBJEE ANM GNM Exam Date 2024

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলতি বছরের ANM GNM পরীক্ষার জন্য রয়েছে বড় আপডেট। কারণ বোর্ড তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে প্রকাশিত হওয়া তারিখ অনুযায়ী চলতি বছরে ANM GNM পরীক্ষা হবে না। ১০ তারিখে প্রকাশিত হওয়া বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে যে চলতি বছরের ANM GNM পরীক্ষা যেটি পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী ১৪ জুলাই ২০২৪ তারিখে আয়োজন করার কথা ছিল তা প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণের জন্য সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষাটি ৪ ঠা আগস্ট, ২০২৪ তারিখে আয়োজিত হবে।

আরও পড়ুন: WB ANM GNM Admit Card 2024, প্রকাশিত হলো ANM GNM নার্সিং পরীক্ষার এডমিট কার্ড

বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ জনিত সমস্যার কারণে সংশ্লিষ্ট পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে স্বাভাবিকভাবে পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে পরীক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণের জন্য অনেকটা বাড়তি সময় পেলেন। তবে এই পরীক্ষা সংক্রান্ত পরবর্তী বিস্তারিত আপডেট পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে, আপনারা সবাই সেই অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু ফলো আপে রাখবেন।

Indrani Sarkar

ইন্দ্রাণীর সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে শিক্ষা এবং পরীক্ষার এডমিট কার্ড বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। ইন্দ্রাণী সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: