মহিলাদের জন্য কেন্দ্রের বিশেষ সেভিংস স্কিম, দেখুন বিস্তারিত

By Sumi Roy

Updated on:

Mahila Samman Saving Certificate

২০২৩ থেকে ২০২৪ সালের বাজেটের বক্তৃতা দেওয়ার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন এই মহিলা সম্মান সঞ্চয়পত্র চালু করার কথা বলেছেন। মহিলা সম্মান সঞ্চয়পত্র বা Mahila Samman Saving Certificate (MSSC) হলো এমন একটি প্রকল্প যেখানে মাত্র দু বছরের মধ্যেই মালামাল হওয়ার সুযোগ রয়েছে। মহিলা সম্মান সঞ্চয়পত্র প্রদত্ত মেয়াদ ২৪ মাস। আজাদীকা অমৃত মহোৎসব উদযাপনের জন্য এই এককালীন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালু করা হয়েছিল।

এই প্রকল্পের সুবিধা এবং বৈশিষ্ট্য

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম এর সুযোগ পেতে পারেন শুধুমাত্র ১০ বছরের বেশি বয়সের যে কোন মেয়ে বা মহিলারা। এই প্রকল্পের মাধ্যমে একজন মহিলা সর্বাধিক ২ লক্ষ টাকা জমা করতে পারবে এবং এই প্রকল্পের মাধ্যমে তাকে সুদ দেওয়া হবে ৭.৫%। অন্যান্য বিভিন্ন রকম সঞ্চয় স্কিম গুলির সঙ্গে তুলনা করলে দেখা যায় যে এক্ষেত্রে কিন্তু সুদের হার অনেকটাই বেশি রয়েছে। তবে এই প্রকল্পের মেয়াদ কিন্তু দু বছরের জন্য। এ প্রকল্পের মেয়াদ থাকাকালীন যদি কোন মহিলা সেই টাকা তুলতে চায় তাহলে তারা কিন্তু আংশিক টাকা তোলার অনুমতি পাবে। এছাড়া টাকা জমানার ফলে যে সুদের পরিমাণ হবে, সেই সুদের পরিমাণ কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করার সময় সেই ব্যক্তিকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রদান করা হবে। এক্ষেত্রে কেউ যদি ২ লাখ টাকা জমা করে তাহলে ২ বছরের মেয়াদ শেষে তিনি ফেরত পাবে ২ লক্ষ ৩২ হাজার ৪৪ টাকা। এবার সুদের হার হিসেবে যে ৩২ হাজার টাকা রয়েছে সেই টাকা কিন্তু ত্রৈমাসিক ভিত্তিতে পাবে।

গুরুত্বপূর্ণ তথ্য

যদি কেউ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট একাউন্টটি দু’বছরের আগেই বন্ধ করতে চায় তাহলে তা বন্ধ করতে পারে। এবার যদি কোন মহিলা কারণ না দেখিয়ে অ্যাকাউন্ট খোলার ছয় মাস আগেই সেটি বন্ধ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে ৫.৫ শতাংশ হারে সুদ দেবে। এছাড়া অ্যাকাউন্টধারীর যদি মৃত্যু হয় অথবা কোন প্রাণঘাতি রোগে ভোগেন তাহলেও অ্যাকাউন্ট বন্ধ করা যায়, সে ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করতে হলে প্রয়োজনীয় কাগজ পাতি দিয়ে বন্ধ করতে হবে, এক্ষেত্রেও কিন্তু মূল পরিমানের ওপর সুদ গণনা করা হবে অর্থাৎ যে যেরকম টাকা জমিয়েছে তাকে সেরকমই সুদ দেওয়া হবে।

আরও পড়ুন: Ayushman Card নিয়ে বড় আপডেট, 10 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা

প্রয়োজনীয় নথি

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট একাউন্ট খুলতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে তার অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি এবং আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি নতুন অ্যাকাউন্টের জন্য KYC ফর্ম এবং পে স্লিপ থাকলেও সেটি জমা করতে হবে। নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে এই প্রকল্পের আবেদন পত্র নিয়ে তা পূরণ করে সেখানেই জমা দিতে হবে।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।