রাজ্যে প্রচলিত বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে অন্যতম প্রকল্প হল ঐকশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। এ বছরে এই প্রকল্পের জন্য আবেদন শুরু হয়েছে ১৫ জুলাই থেকে। যোগ্য ছাত্রছাত্রীরা এখন এই প্রকল্পের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সেই আবেদন চলবে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। জুলাই মাসের ১৫ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে যোগ্য ছাত্রছাত্রীদের এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় যদি কোন সমস্যা সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা সেই সুবিধার্থে ৮০১৭৪৪৪১১১ এই নম্বরটিতে যোগাযোগ করতে পারে।
ঐকশ্রী স্কলারশিপের নতুন পরিবর্তন
এবার আবেদনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার দেখে নেওয়া যাক সেই পরিবর্তনগুলি আসলে কি কি। এই প্রকল্পে নতুন যে বিষয়গুলি সংযোজন করা হয়েছে তা হল দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করা যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২৩ থেকে ২৪ শিক্ষাবর্ষে ঐকশ্রী স্কলারশিপ এর জন্য আবেদন করেছিল তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজনীয়তা নেই। এছাড়া পুনর্নবীকরণ এর জন্য যোগ্য ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব মোবাইল SMS মাধ্যমে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবে। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রী প্রিম্যাট্রিকের প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন, সে সকল পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন শুধুমাত্র সেই সমস্ত ছাত্র ছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন: Tata Scholarship 2024: প্রত্যেক ছাত্র-ছাত্রী পাবে ১২ হাজার টাকা করে
কারা ঐকশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে?
রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ বসবাসকারী বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, শিখ, মুসলিম সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরাই কেবলমাত্র এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবে। তবে এক্ষেত্রে আবেদন করতে গেলে সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু পূর্ববর্তী পরীক্ষায় ৫০% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে অনুমোদিত যে কোন সরকারি অথবা সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে।
প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে। এছাড়া মেরিট কাম মিনস স্কলার্শিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ২,৫০,০০০ টাকার কম হতে হবে। সমস্ত ছাত্রছাত্রীদের বলব উপরোক্ত ক্রাইটেরিয়া অনুযায়ী যদি যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই চটজলটি এই স্কলারশিপের জন্য আবেদন করো।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।