PM Kisan প্রকল্পের বকেয়া টাকা দেওয়া শুরু, দেখে নিন আপনার বকেয়া টাকা ঢুকেছে কিনা

By Sumi Roy

Updated on:

PM Kisan Payment

প্রধানমন্ত্রী কিষান যোজনার মাধ্যমে কৃষকদের আর্থিক দিক থেকে সহায়তা করে থাকে। সেই যোজনা অনুযায়ী কৃষকদের প্রতি বছর চারটি কিস্তির মাধ্যমে ২০০০ টাকা করে মোট ৮ হাজার টাকা করে দেওয়া হয়।

অনেক সময় দেখা যায় যে অনেক কারণে PM Kisan প্রকল্পের কিস্তির টাকা ঠিকভাবে কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকে না। সেটা বিভিন্ন কারণে হতে পারে হয়তো তাদের KYC প্রবলেম এর জন্য কিংবা অন্যান্য টেকনিক্যাল সমস্যার জন্য হতে পারে। তবে এবার তাদের জন্য সুখবর এই যে আবার টাকা দেওয়া শুরু হয়েছে, যাদের টাকা আগে ঢোকেনি তাদের টাকা নতুন করে দেওয়া হচ্ছে।

তোমরা পিএম কিষান যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নীচের দিকে দেখতে পাবে যে পিএম কিষান যোজনার ১৭ তম কৃষ্টির টাকা জুন মাসের ১৮ তারিখে দেওয়া হয়েছে। তাহলে সবার মনে প্রশ্ন এটাই জাগবে যে এই মাসে আবার কেন টাকা দেওয়া শুরু হয়েছে? তার কারণ হলো অনেক সময় অনেক কারণে এবং কৃষকদের কাগজপত্রগত কারণেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা ঢোকেনি, তাই সে সমস্ত বকেয়া টাকা এখন দিয়ে দেওয়া হচ্ছে। এরকম টাকা এর আগেও দেওয়া হয়েছে যাদের টাকা সময়মতো ঢোকে না। তাদের পরবর্তী সময়ে তাদের সমস্যা ঠিক করার পর পুনরায় টাকা ঢুকে যায়। তাই তোমাদের যদি কারো বকেয়া টাকা বাকি থেকে থাকে তাহলে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারো এখন কিন্তু পিএম কিষানের বকেয়া টাকা দেওয়া শুরু হয়েছে। এছাড়াও যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকে না তারা অবশ্যই নিজেদের কাগজপত্রের ভুলত্রুটি ঠিক কর। সব ঠিকঠাক হয়ে গেলে পিএম কিষান এর পক্ষ থেকে সমস্ত বকেয়া টাকা পুনরায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় বিনামূল্যে পাবেন 300 ইউনিট বিদ্যুৎ

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।