PGCIL Trainee পদে নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৮০২ টি, দেখে নিন আবেদন পদ্ধতি

By Indrani Sarkar

Updated on:

PGCIL Trainee Recruitment 2024

PGCIL Trainee পদে নিয়োগ: আবারো সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (GRSE) পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যেকোনো জায়গা থেকে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এবার দেখে নেব আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স কত কি লাগবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।

PGCIL Trainee পদে নিয়োগ (PGCIL Trainee Recruitment 2024)

নিয়োগ সংস্থাPower Grid Corporation of India Limited (PGCIL)
পোস্টের নামDiploma Trainee – (Electrical)/ (Civil), Junior Officer Trainee – (HR)/ (F&A) and Assistant Trainee (F&A)
মোট শূন্যপদ৮০২ টি
আবেদনের মোডঅনলাইন
আবেদনের শেষ তারিখ১২/১১/২০২৪

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (PGCIL) এর পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Diploma Trainee – (Electrical)/ (Civil), Junior Officer Trainee – (HR)/ (F&A), এবং Assistant Trainee (F&A) পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৮০২ টি।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা

  • Diploma Trainee – (Electrical) পদের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম 70% নম্বর সহ 03 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী করা থাকতে হবে।
  • Diploma Trainee- (Civil) পদের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম 70% নম্বর সহ 03 বছরের ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে।
  • Junior Officer Trainee – (HR) – পদের ক্ষেত্রে আবেদনকারীকে 60% নম্বর সহ BBA/BBM/BBS-এ 03 বছরের স্নাতক ডিগ্রী করা থাকতে হবে।
  • Junior Officer Trainee – (F&A)- পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্নাতকোত্তর ডিগ্রি/ স্নাতকোত্তর ডিপ্লোমা/ CA/ CMA বা সমমানের উচ্চ শিক্ষার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের উক্ত পদের জন্য আবেদন করার অনুমতি দেওয়া হবে না।
  • Assistant Trainee (F&A) – পদের ক্ষেত্রে আবেদনকারীকে B.Com ডিগ্রী করা থাকতে হবে, সাধারণ/ওবিসি (এনসিএল)/ইডব্লিউএস-এর জন্য ন্যূনতম 60% নম্বর এবং এসসি/এসটি/পিডব্লিউবিডি-র জন্য পাস নম্বর থাকতে হবে।

বয়স সীমা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে, সেই বয়স ১২/১১/২০২৪ অনুযায়ী হতে হবে।

আবেদন মূল্য- Diploma Trainee- Gen / OBC/ EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৩০০ টাকা করে দিতে হবে।Assistant Trainee -Gen / OBC/ EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২০০ টাকা করে দিতে হবে। SC/ST/PwBD/Ex-SM প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে Diploma Trainee – (Electrical)/ (Civil) পদের ক্ষেত্রে আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং Junior Officer Trainee – (HR)/ (F&A), এবং Assistant Trainee (F&A) পদের ক্ষেত্রে আবেদনকারীদের CBT লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরু তারিখ হলো ২২-১০-২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ১২-১১-২০২৪।

আবেদন পদ্ধতি

আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপরে অ্যাপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি আপলোড করতে হবে। আবেদন মূল্যে অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

আরও পড়ুন: ITBP CAPF Medical Officer Recruitment 2024: মোট শূন্য পদ সংখ্যা ৩৪৫ টি, দেখুন বিস্তারিত

অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
অনলাইন আবেদন লিঙ্কClick Here
Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।