Union Christian Training College Recruitment 2024: রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের পক্ষ থেকে অধ্যাপক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তবে এক্ষেত্রে আবেদন কিন্তু অফলাইনের মাধ্যমে করতে হবে। তবে প্রার্থীদের চাকরি স্থান হবে মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। তাহলে এবার দেখে নেব এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, কতগুলো শূন্য পদ রয়েছে, আবেদন করতে গেলে বয়স কি হতে হবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।
Union Christian Training College Recruitment 2024
নিয়োগ সংস্থা | Union Christian Training College |
পদের নাম | Assistant Professor and Associate Professor |
মোট শূন্যপদ | 07 |
আবেদন মাধ্যম | Offline |
আবেদনের শুরু তারিখ | ১৭-১০-২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ১৬-১১-২০২৪ |
পদের নাম এবং শুন্যপদ
ইউনিয়ন খ্রিষ্টান ট্রেনিং কলেজের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা একাডেমী ক্ষেত্রে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এটি একটি বড় সুযোগ। এক্ষেত্রে মোট শুন্যপদ সংখ্যা রয়েছে ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা
- Assistant Professor পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের নির্দিষ্ট প্রাসঙ্গিক বিষয়ে ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর এবং ৫৫ শতাংশ নম্বর নিয়ে B.ed+ M.ed+NET/SET/P.hd করা থাকতে হবে।
- Associate Professor পজেশন আবেদন করতে গেলে প্রার্থীদের MPED ৫৫%নম্বর+NET/SET/Ph.D + ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
এক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। আর বয়স হিসাব করতে হবে ১/১/২০২৪ অনুযায়ী।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীদের প্রথমে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে তারপর সেই শর্ট লিস্ট অনুযায়ী ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
কি কি বিষয়ে অধ্যাপক নিয়োগ করা হবে?
- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে – Education, Sociology, Life Science, Physical Eeducation, Physical Science।
- এসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে- Physical Education।
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে আবেদন প্রার্থীদের অফলাইনে মাধ্যমে করতে হবে। প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় নিজের সমস্ত ডিটেলসের একটি সিভি তৈরি করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচ করে জমা করতে হবে।
আরও পড়ুন: NSCL Recruitment 2024: মোট শূন্য পদ সংখ্যা ১৮৮ টি, দেখে নিন আবেদন পদ্ধতি
Notice Details Link | View Now |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।