ITBP Constable Vacancy 2024: ASI, HC And Constable পদে নিয়োগ, দেখুন বিস্তারিত

By Indrani Sarkar

Updated on:

ITBP Constable Vacancy 2024

ITBP Constable Vacancy 2024: আবারো চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর।ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সের পক্ষ থেকে আবারো একটি কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যেকোনো জায়গা থেকে ইচ্ছুক পুরুষ/মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এবার দেখে নেব আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স কত কি লাগবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।

ITBP ASI, HC And Constable নিয়োগ (ITBP Constable Vacancy 2024)

নিয়োগ সংস্থাIndo-Tibetan Border Police Force (ITBP)
পোস্টের নামASI, HC And Constable Various Trade
মোট শূন্যপদ২০ টি
আবেদনের শেষ তারিখ২৬/১১/২০২৪

পদের নাম ও শূন্য পদ সংখ্যা- ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Assistant Sub Inspector Head Constable and Constable পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২০ টি।

পদের নামশূন্য পদ সংখ্যা
ASI Laboratory Technician
ASI Radiographer
ASI OT Technician
ASI Physiotherapist
Head Constable (Central Sterilization Room Assistant)
Constable Peon
Constable Telephone Operator Cum Receptionist
Constable Dresser
Constable Linen Keeper

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীদের যে কোন স্বীকৃত বোর্ডের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং নির্দিষ্ট বিষয় নিয়ে ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে। এছাড়া প্রার্থীদের ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বয়স সীমা- সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ASI ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং রেডিওগ্রাফার পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে, অন্যান্য পদের ক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন মূল্য- Gen, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা করে দিতে হবে। SC, ST, PH প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি- নিয়োগ প্রক্রিয়া PET/PST, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা, চূড়ান্ত মেধা তালিকার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ- আবেদন শুরুর তারিখ হলো ২৮-১০-২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ২৬-১১-২০২৪।

আবেদন পদ্ধতি- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপরে অ্যাপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি আপলোড করতে হবে। আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
অনলাইন আবেদন লিঙ্কApply Link
Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।