PAN Card নিয়ে বড় আপডেট! এই কাজটি করলে ফোনে Spam Call আসবে না

By Sumi Roy

Updated on:

Big Update On Pan Card

আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলির মধ্যে প্যান কার্ড মানুষের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্যান কার্ড ছাড়া কোন কাজই সম্পন্ন করা যায় না সেটা ব্যাংকের বই হোক বা পাসপোর্ট তৈরির কাজই হোক। তবে সম্প্রতি প্যান কার্ড নিয়ে নতুন কিছু পরিবর্তনের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যা ডিজিটাল নিরাপত্তাকে আরো জোরদার করে তুলবে। এই প্রতিবেদনে এই টপিকেই আলোচনা করা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক কি সেই পরিবর্তন।

ডিজিটাল নিরাপত্তা বাড়ানো

বর্তমান যুগে যে হারে ডিজিটাল সাইবার ক্রাইমের প্রবণতা বেড়ে চলেছে তাতে করে প্রচুর মানুষ প্রতিদিন সমস্যায় পড়ছে। মানুষদের প্রতিদিন নানারকম ফোন কলস এবং অফারের মেসেজ দিয়ে লোনের প্রস্তাব অথবা অন্য কোন প্রস্তাব নিয়ে আবেদন করতে বলে যেখানে আমরা কোনদিনই আবেদন করিনি। তবে অনেকেই এরকম অনাকাঙ্ক্ষিত লোনের প্রস্তাব বা নানারকম অফারের মেসেজ দেখে তা আবেদন করতে গিয়ে বহু রকম সমস্যায় পড়েছে। এরকম পরিস্থিতিতে সকলেরই প্যান কার্ডের তথ্যের গোপনীয়তা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন আইন 2023 এর উদ্যোগ গ্রহণ করেছে। যা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করবে এবং অনাকাঙ্ক্ষিত কল বা মেসেজ আসা বন্ধ করবে। এটি কিন্তু খুব ভালো একটি উদ্যোগ।

নতুন নিয়মাবলীর সুবিধা

নতুন আইনের মাধ্যমে কোন প্রতিষ্ঠান গ্রাহকের অনুমতি ছাড়া তার প্যান কার্ডের তথ্য ব্যবহার করতে পারবে না এছাড়া ফোনে কোন অনাকাঙ্ক্ষিত লোনের প্রস্তাব পাঠানো বন্ধ হয়ে যাবে। যদি কোন প্রতিষ্ঠান এই নিয়ম লংঘন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তা নেবে কেন্দ্র সরকার। মোটকথা সমস্ত মানুষকে সুরক্ষিত থাকবে বলেই আশা করা যায়।

কেন এই পরিবর্তন জরুরি

প্রথম কথা এই পরিবর্তনের মাধ্যমে গ্রাহকদের তথ্য সুরক্ষিত থাকবে। তাছাড়া সাইবার ক্রাইম এর সম্ভাবনা অনেক অংশে নিয়ন্ত্রিত থাকবে। মোটকথা কেন্দ্র সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে কারণ ডিজিটাল যুগের তথ্যের সুরক্ষা ও সাইবার নিরাপত্তা বাড়াতে। এই নিয়ম যদি কার্যকর হয় তাহলে সাধারণ মানুষের তথ্য যেমন নিরাপদে থাকবে অপরদিকে ফোনে আসা অনাকাঙ্ক্ষিত ফোন বা মেসেজ আসা বন্ধ হয়ে যাবে।

প্যান অধার লিংক স্ট্যাটাস চেক

প্যান কার্ড কে আরো সুরক্ষিত করার জন্য তা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করার কাজটি বাধ্যতামূলক করা হয়েছে। একজন মানুষের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা তা তিনি সহজে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। যদি সে মানুষটির আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে ভবিষ্যতে ব্যাংকিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সকলকে বলবো তোমরা যারা এখনো পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করনি তারা খুব তাড়াতাড়ি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যুক্ত করে নাও।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।