পশ্চিমবঙ্গ সরকার GPF নিয়ে বড় সিদ্ধান্ত নিল, জানুন কি সেই সিদ্ধান্ত।

জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF এ বাৎসরিক সঞ্চয় এর উর্ধ্বসীমা বেধে দিল বাংলার অর্থ দপ্তর।

GPF বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড হল এক ধরনের প্রভিডেন্ট স্কিম যার অধীনে কেবল সরকারি কর্মচারীরাই তাদের অবদান রাখতে পারে।

এই ফান্ডে জমানো টাকাই অবসর গ্রহণের পর একই সঙ্গে কর্মচারীকে দেওয়া হয়।

এবার থেকে GPF এ বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা জমা দিতে পারবে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা।

সরকারের এমন সিদ্ধান্তে অখুশি প্রায় সমস্ত সরকারি কর্মচারীরা।