ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী বুধবার (৪/১২/২০২৪) সকাল ৭:২৭ মিনিটে তেলেঙ্গানার মুলুগুতে ভূমিকম্প হয়েছে। যা ৫.৩ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিল মুলুগুর কাছে ৪০ কিলোমিটার গভীরে।
EQ of M: 5.3, On: 04/12/2024 07:27:02 IST, Lat: 18.44 N, Long: 80.24 E, Depth: 40 Km, Location: Mulugu, Telangana.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/x6FAg300H5— National Center for Seismology (@NCS_Earthquake) December 4, 2024
ভারতে চারটি সিসমিক জোন রয়েছে – জোন II, জোন III, জোন IV এবং জোন V। জোন V সবচেয়ে বেশি তীব্রতা এবং জোন II সর্বনিম্ন। এক্ষেত্রে তেলেঙ্গানাকে জোন II হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটি নিম্ন- তীব্র ভূমিকম্প অঞ্চল। তবে ক্ষয়ক্ষতি বা আঘাতের কোন তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। আনুমানিক দেশের ১১ শতাংশ অঞ্চল V এর মধ্যে এবং আনুমানিক ১৮ শতাংশ অঞ্চল জোন 4 এ, আনুমানিক ৩০ শতাংশ অঞ্চল পড়ে জোন III তে, এবং অবশিষ্ট অঞ্চল জোন II এ পড়ে। তবে ভারতের প্রায় ৫৯ শতাংশ বিভিন্ন তীব্রতার ভূমিকম্পের প্রবণতা রয়েছে।