Aadhaar Address Change: মাত্র ২ মিনিটে আধার ঠিকানা পরিবর্তন! দেখে নিন পদ্ধতি

By Sumi Roy

Updated on:

Aadhaar Address Change

আপনি আপনার ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে নিজের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারেন যদি আপনার আঁধার কার্ডের ঠিকানা কোন ভুল থাকে অথবা ঠিকানায় নতুন কিছু আপডেট করতে চান তাহলে তা খুব সহজেই ঘরে বসেই পরিবর্তন করতে পারবেন।

অনেক লোক আছে যাদের আধার কার্ডের ঠিকানা ভুল থাকে আবার অনেক লোক রয়েছে যারা চাকরি বা অন্য কোন কাজের কারণে ঘন ঘন শহর বদলাতে হয় এমন পরিস্থিতিতে দেখা যায় যে লোকেরা তাদের আধার কার্ড বছরের পর বছর ধরে আপডেট করে না, কারণ ঝামেলা মনে করে। তবে এখন আর ঝামেলা মনে করার কোনো কারণ নাই কারণ আপনি নিজের ঘরে বসেই নিজের আধার কার্ডের ঠিকানা সুবিধা মত পরিবর্তন করতে পারবেন।

বর্তমানে আধার কার্ড এমন একটি সরকারি নথি বা পরিচয় পত্র যাকে ছাড়া আমাদের জীবনে চলার পথে বিভিন্ন রকম প্রয়োজনীয় কাজকর্ম করা অসম্ভব। তাছাড়া অনেক ধরনের কাজ এই আধার কার্ডের নানা রকম ভুল থাকার কারণে আটকে যেতে পারে। তাই সকলকেই আধার কার্ডের ঠিকানা সময় মতো আপডেট করা উচিত কারণ আপনি আপনার ঠিকানার প্রমাণপত্র হিসেবে কিন্তু আধার কার্ড ব্যবহার করে থাকেন।

আধার কার্ড হলো এমন একটি কার্ড যেখানে ১২ ডিজিটের আধার নম্বর রয়েছে যা নির্দিষ্ট সময় পরপর আপডেট করতে হয়। আপনি যদি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনি খুব সহজেই বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে তা আপডেট করতে পারবেন এর জন্য আপনাকে শুধুমাত্র ৫০ টাকা ফি হিসেবে দিতে হবে। সেই টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে দিতে হবে।

আরও পড়ুন: Jio Airtel Vi থেকে Port করুন BSNL এ বিনামূল্যে, জেনে নিন পদ্ধতি

কিভাবে আধার ঠিকানা পরিবর্তন করবেন?

আধার ঠিকানা পরিবর্তন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে সেজন্য আপনাকে সবার প্রথমে UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর লগইন আইডি তে ক্লিক করতে হবে, তারপর আপনার বারো সংখ্যার আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে এবং OTP তে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোনে OTP চলে আসবে,যা পূরণ করতে হবে এবং লগইন করতে হবে। লগইন করার পর আধার আপডেট বিকল্পে গিয়ে প্রসেড টু আধার আপডেট এ ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার আধারের উপস্থিত ঠিকানা দেখতে পাবেন আপনাকে তখন আপনার নতুন ঠিকানাটি সাবধান এবং সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর আপনাকে নতুন ঠিকানা সম্পর্কিত নথিগুলি আপলোড করতে হবে এবং Next এ ক্লিক করতে হবে। তারপর আপনাকে অনলাইন ব্যাংকিং, এটিএম কার্ড বা UPI এর মাধ্যমে ৫০ টাকা পেমেন্ট করতে হবে এবং রসিদ পেতে হবে। এ সমস্ত কিছু করার পর আপনার ঠিকানা সর্বাধিক ৩০ দিনের মধ্যে আপডেট করা হবে।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।