UIDAI দিল আধার কার্ড আপডেটের নতুন সময়, দেখে নিন বাড়িতে বসেই কিভাবে আপডেট করবেন আপনার আধার কার্ড

By Sumi Roy

Updated on:

Aadhaar Card Update

Aadhaar Card Update: সকলেই জানেন যে আধার কার্ড আপডেট করার নির্দেশ দিয়েছেন UIDAI. ২০২৩ এর জুন মাসে UIDAI পক্ষ থেকে আধার কার্ড আপডেট নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র।

আর সেই ঘোষণার পরে প্রায় ৪০ কোটি আধার কার্ড আপডেট সম্পন্ন হয়েছে। তবে এখনো অনেক আধার কার্ড আপডেট হতে বাকি। তবে এখনো যারা আধার কার্ড আপডেট করেনি তাদের জন্য বিরাট সুখবর UIDAI এর পক্ষ থেকে আধার কার্ড আপডেটের জন্য আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে।

আধার কার্ড আপডেট (Aadhaar Card Update)

Unique Identification Authority of India (UIDAI) সকল দেশবাসিকে আধার কার্ড আপডেটের নির্দেশ দিয়েছে। যারা ইতিমধ্যে আপডেট করে নিয়েছেন তাদের কিছুই করতে হবে না কিন্তু যারা এখনো আধার কার্ড আপডেট করেননি তাদের জন্য বিরাট সুখবর। আধার কার্ড আপডেটের জন্য আরও সময় বাড়ালো কেন্দ্র।

বর্তমানে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা নাগরিকরা ভালোভাবে জানেন। আপনি এদেশের নাগরিক হিসেবে আপনার আধার কার্ড থাকা বাধ্যতামূলক। তাহলে বুঝতেই পারছেন এদেশে থাকবেন, কিন্তু আধার কার্ড না থাকলে আপনি ঠিকঠাক করে এদেশের বাসিন্দা হিসেবে স্বীকৃতি পাবেন না। তাই আপনাকে আধার কার্ডটি আপডেট করতে হবে বা আধার কার্ড না থাকলে বানিয়ে নিতে হবে। প্রতিটা ব্যক্তির আধার কার্ড যাতে সচল থাকে সেজন্যই আধার আপডেটের নিয়ম জারি করেছে কেন্দ্র।

আরও পড়ুন: CAA আইন কী? জানুন এই CAA আইন সম্পর্কে বিভিন্ন তথ্য

কেন আধার কার্ড আপডেট করতে হবে?

জনগণকে বারবার সুযোগ দেওয়া হয়েছে এই আধার কার্ড আপডেট করার জন্য কিন্তু অনেকেই এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি। অনেকে আবার বুঝতেই পারছে না যে কেন আধার কার্ড আপডেট করতে হবে? আধার কার্ড আপডেট করতে হবে তার কারণ হলো যেহেতু এই ডকুমেন্টটি সব প্রয়োজনীয় কাজের সঙ্গে যুক্ত তাই একে সচল রাখতে আধার কার্ডকে আপডেট করতে হবে। মানুষের বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হতে থাকে। যেহেতু আধার কার্ডের সঙ্গে মানুষের হাতের আঙ্গুলের ছাপের ব্যাপার আছে এবং ছবির ব্যাপার আছে, তাই অনেকক্ষেত্রে দেখা যায় আঙ্গুলের ছাপ চেঞ্জ হতে পারে এবং আগের ছবির সঙ্গে বর্তমান ছবির কোন মিল থাকেনা ফলে আধার কার্ড ঠিকমতো কাজ করে না তাই প্রতি ১০ বছর পর পর নাগরিকদের আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্র।

এছাড়াও আরেকটি কারণ হল আপনারা ভালো করেই জানেন আধার কার্ড সব কাজে লাগে আর অনলাইন লেনদেনের জন্য সিকিউরিটি ও জরুরী। আর যাদের আধার কার্ড শুরু হয়েছে ১০ বছরের বেশি সময় ধরে এক্ষেত্রে অনেকের কার্ড নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করে গেছে যার ফলে কার্ডের সিকিউরিটি দুর্বল হয়ে পড়েছে। সিকিউরিটি যদি দুর্বল হয়ে পড়ে তাহলে হ্যাকার আর সহজেই টেস্ট করে নিতে পারবে আপনাদের আধার কার্ডের আর এতে অনেক ক্ষতি হতে পারে। তাই কার্ডের সিকিউরিটি যাতে ঠিকঠাক থাকে সেজন্য নতুন করে আবার আধার কার্ড আপডেট করতে হবে। ইতিমধ্যে অনেকেরই কিন্তু আধার কার্ড বাতিল করেছে সরকার তাই অতি অবশ্যই আধার কার্ডটি আপডেট করে নিন।

আধার কার্ড আপডেটের নতুন সময়

সরকার গত বছর থেকে জনগণদের আধার আপডেট করার কথা বলছে। সরকার এই আপডেট করার জন্য বারবার সুযোগও দিয়েছে কিন্তু অনেকেই এখনো পর্যন্ত আধার আপডেট করেননি এবার শেষবারের মতন আধার আধার আপডেটের জন্য সময় বাড়ালো কেন্দ্র। আগের সময় অনুযায়ী ১৪ ই মার্চ ২০২৪ পর্যন্ত আধার আপডেটের ডেট ছিল।

যেহেতু অনেক মানুষই এখনো পর্যন্ত আঁধার আপডেট করেনি তাই আবারও নতুন করে তিন মাস সময় বাড়ালো কেন্দ্র। অর্থাৎ সাধারণ মানুষ আগামী ১৪ ই জুন ২০২৪ পর্যন্ত আধার কার্ড আপডেট করতে পারবেন বিনামূল্যে । এই সময় মধ্যে যদি আপনি আধার কার্ড আপডেট না করেন তাহলে কিন্তু নির্দিষ্ট সময়সীমার পর আপনার আধার কার্ড আপডেট করতে নির্দিষ্ট অংকের চার্জ বা জরিমানা দিতে হতে পারে।

আরও পড়ুন: EWS সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন, দেখুন আবেদন প্রক্রিয়া

অনলাইনে আধার কার্ড আপডেট প্রক্রিয়া (Online Aadhaar Card Update Process)

  • প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর login button এ ক্লিক করুন।
  • এবার আপনার আধার নম্বর দিন এবং Captcha দিন।
  • তারপর Login With OTP button এ ক্লিক করুন।
  • এবার আপনার আধার কার্ড এ যে ফোন নম্বর দিয়েছেন সেই নম্বর এ OTP আসবে। সেই OTP আপনাকে দিতে হবে।
  • তারপর আপনার Screen এ একটি নতুন পেজ আসবে।
  • নতুন পেজ আসার পর, প্রথমেই Document Update বলে একটি ট্যাব আছে , ওখানে ক্লিক করুন।
  • তারপর Next button এ ক্লিক করুন।
  • I verify that the above details are correct button এ ক্লিক করুন এবং Next button এ ক্লিক করুন
  • এবার আপনাকে দুটো নথিপত্র উপলোড করতে হবে, একটি পরিচয় প্রমাণ আরেকটি ঠিকানা প্রমাণ। পরিচয় প্রমাণ এর জন্য ভোটার কার্ড এবং ঠিকানা প্রমাণ এর জন্য রেশন কার্ড উপলোডে করুন।
  • দুটো নথিপত্র আপলোড করার পর I hereby give my consent button এ ক্লিক করুন এবং Next button এ ক্লিক করুন।
  • এই পদক্ষেপগুলি নিলেই আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।