আমাদের বিভিন্ন প্রয়োজনীয় নথি গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। এই আধার কার্ড প্রতিটি ভারতীয়দের কাছে গুরুত্বপূর্ণ একটি কার্ড। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গাতেই এই কার্ডের ব্যবহার অপরিহার্য। তাই যে সমস্ত ভারতীয়দের এখনো আধার কার্ড হয়নি তারা অবশ্যই আধার কার্ড বানিয়ে নিন। যে সমস্ত গ্রাহকদের আধার কার্ড ১০ বছরের পুরনো তারা অতিশীঘ্রই নিজেদের আধার কার্ড আপডেট করে নিন। এই প্রতিবেদনে এই আধার কার্ড আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
এর আগে কয়েকবার আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়িয়েছিল সরকার। তবে এবার 14 সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ডের আপডেটের সময়সীমা ছিল। তবে লক্ষাধিক সংখ্যক লোক এখনো আধার কার্ড আপডেট করেনি তাদের জন্য পুনরায় সরকার আবার আধার কার্ডের সময়সীমা তিন মাস বাড়িয়েছে। UDAI এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী আধার গ্রাহকরা এখন ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে নিজেদের আধার কার্ড আপডেট করতে পারবে। পুরনো আধার কার্ড কিন্তু আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনার আধার কার্ডটি ১০ বছরের পুরনো হয়ে থাকে তবে আপনাকে এটি শীঘ্রই আপডেট করতে হবে।
আধার আপডেটের জন্য কি কি কাগজপত্র লাগবে?
আধার কার্ড আপডেটের জন্য গ্রাহকদের শুধুমাত্র দুটি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে। একটি পরিচয় পত্র হিসেবে প্যান কার্ড এবং দ্বিতীয়টি ঠিকানা প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড। সাধারণত আধার কার্ড আপডেটের জন্য আধার কেন্দ্রে ৫০ টাকা করে ফ্রি নেওয়া হয়, তবে UDAI এই আপডেটেড পরিষেবাটি আগামী তিন মাস পর্যন্ত সময়সীমা বাড়ানোর ফলে এখন আপনি এই তিন মাস বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন। তাই সকলকে বলবো এই সময়সীমার মধ্যে কিন্তু নিজের আধার কার্ড আপডেট করে নিন।
আরও পড়ুন: জানুন মমতার স্বাস্থ্য সাথী না মোদীর আয়ুষ্মান ভারত, কোন প্রকল্পে বেশি সুবিধা পাবেন আপনি?
অনলাইনে আধার আপডেটের নিয়ম
আপনি যদি অনলাইনে মাধ্যমে আধার আপডেট করতে চান তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। আধার আপডেটের সেই নিয়মগুলি হল –
- সবার প্রথমে মোবাইল বা ল্যাপটপে থেকে UDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর আপডেট আধার অপশনে ক্লিক করতে হবে।
- তারপর সেখানে আধার নম্বর দিয়ে OTP এর মাধ্যমে লগইন করতে হবে।
- এরপর ডকুমেন্ট আপডেটে ক্লিক করুন এবং যাচাই করুন।
- তারপর পরিচয় পত্র এবং ঠিকানা প্রমাণপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।
- এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- তারপর আপনি একটি URN নম্বর পাবেন এবং ফর্মটি জমা নেওয়া হবে।
- URN নম্বর দিয়ে পরবর্তী সময়ে আপনি আপনার আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন।
- তবে আধার কার্ড আপডেটের জন্য বেশ কয়েকদিন সময় লাগে।
আপনি যদি অনলাইনে মাধ্যমে আধার কার্ড আপডেট না করতে পারেন তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে আধার আপডেট করতে হবে।
সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।