AIASL CSE Recruitment 2024: এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড (AIASL) এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক গুলি শূন্য পদের জন্য। সে বিজ্ঞপ্তি অনুযায়ী জব লোকেশন কিন্তু হবে মুম্বাই, মহারাষ্ট্র। এক্ষেত্রে ভারতের যে কোন জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা নিজের আবেদন জানাতে পারবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা মোটা অংকের বেতনের চাকরি খুঁজছেন তারা কিন্তু এই সুযোগটি নিতে পারেন। এক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইন Google এর মাধ্যমে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
সুচিপত্র
পদের নাম
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী Sr Customer Service Executive এবং Customer Service Executive পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ সংখ্যা
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১০৪৯ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে Sr. Customer Service Executive পদে মোট ৩৪৩ টি শুন্য পদ রয়েছে এবং Customer Service Executive পদে মোট ৭০৬ টি শূন্য পদ রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৯/৬/২০২৪ তারিখে। আবেদন শুরু করার তারিখ হল ১/৭/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ১৪/৭/২০২৪।
আবেদন মূল্য
আবেদন করতে হলে SC/ST/এক্স সার্ভিস ম্যান প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না, এছাড়া অন্যান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে ৫০০ টাকা করে দিতে হবে। তবে সেই টাকা কিন্তু ডিমান্ড ড্রাফ্ট এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
আবেদনকারীর বয়সসীমা
এক্ষেত্রে উপরোক্ত পদে আবেদন করতে চাইলে আবেদনকারীদের বয়স কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর এবং অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের কিন্তু সেক্ষেত্রে বয়সের ছাড় থাকছে এবং সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স 33 বছর হতে হবে। এই ক্ষেত্রে কিন্তু রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদন করতে হলে আবেদনকারীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১০+২+৩ প্যাটার্নের অধীনে স্নাতক ডিগ্রী কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে ভাড়া, রিজার্ভেশন, টিকিট কম্পিউটারাইজড, প্যাসেঞ্জার চেক ইন/কার্গো হ্যান্ডেলিং এর উপরে যে কোন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে আবেদনকারীদের ১০+২ +৩ প্যাটার্নের অধীনে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী করা থাকতে হবে এবং এয়ারলাইন/ জিএইচএ/ কার্গো/এয়ার লাইন টিকেটিং অভিজ্ঞতা বা এয়ারলাইন ডিপ্লোমা বা IATA-UFTAA অথবা IATA-FIATA অথবা IATA-DGR অথবা IARA CARGO ডিপ্লোমা এর মতন সার্টিফাইড কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া উভয় পদের ক্ষেত্রে কিন্তু আবেদনকারীদের হিন্দি ও ইংলিশ বলতে এবং লিখতে জানতে হবে।
বেতন
এক্ষেত্রে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরিরত প্রার্থীদের বেতন ২৮৬০৫ টাকা করে দেওয়া হবে এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরিরত প্রার্থীদের বেতন ২৭৪৫০ টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন: India Post GDS Recruitment 2024: মাধ্যমিক পাশে ৩০০০০ শূন্যপদে হবে নিয়োগ
নিয়োগ পদ্ধতি
যোগ্য এবং সঠিক প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকা অনুযায়ী তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তারপর যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF | Download |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।