সম্প্রতি পশ্চিমবঙ্গের AIIMS কল্যাণীতে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা মোটা বেতনের চাকরি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু রয়েছে সুখবর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কল্যাণী কর্মকর্তারা সম্প্রতি অনলাইন এবং অফলাইন মোডের মাধ্যমে নির্দিষ্ট শূন্য পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সমস্ত যোগ্য প্রার্থীরা এক্ষেত্রে অনলাইন অথবা অফলাইন মোডে নিজেদের আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনেই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেব কারা কারা আবেদন করতে পারবে, এবং কি কি পদ রয়েছে, কতগুলো শূন্য পদ রয়েছে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।
পদের নাম
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কল্যাণীর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Professor, Associate Professor, Assistant Professor, এবং Additional Professor পরে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ সংখ্যা
প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ১০১ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে প্রফেসর পদের জন্য ২০ টি শূন্য পদ রয়েছে, অ্যাডিশনাল প্রফেসর পদের জন্য ১৩ টি শূন্য পদে রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে ১৮ টি শূন্য পদ রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ৫০ টি-শূন্য পদ রয়েছে।
বেতন
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রফেসর পদে চাকরিরত ব্যক্তিদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১,৬৮,৯০০ টাকা করে অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১,৪৮,২০০ টাকা করে, অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন দেওয়া হবে ১,৩৮,৩০০ টাকা করে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে চাকরিরত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১,০১,৫০০ টাকা করে।
আবেদনকারীর বয়স সীমা
প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 58 বছর এবং অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 50 বছর। সেই বয়স কিন্তু গণনা করা হবে ১/৭/২০২৪ তারিখ অনুযায়ী। এছাড়া রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন মূল্য
এক্ষেত্রে Gen, OBC ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে দিতে হবে ৩৫৪০ টাকা, EWS, SC, ST ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে দিতে হবে ২৮৩২ টাকা, PwBD ক্যাটাগরি অনুযায়ী প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের MD /M.CH/DM/MS ডিগ্রী করা থাকতে হবে। অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য আবেদনকারীদের MBBS, MD, M.CH, MS ডিগ্রী করা থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে আবেদনকারীদের MBBS, MD, M.CH, Post Graduation ডিগ্রী করা থাকতে হবে। বিস্তারিতভাবে শিক্ষাগত জগতে জানতে হলে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
এক্ষেত্রে আবেদন শুরু তারিখ হলো ১০-৭-২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ১১-৮-২০২৪। এবং হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ হল ২৬/৮/২০২৪।
অফলাইন ঠিকানা: রিক্রুটমেন্ট সেল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কল্যাণী, NH- ৩৪ কানেক্টর, বসন্তপুর, সগুনা, নদীয়া, পশ্চিমবঙ্গ- ৭৪১২৪৫.
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে আবেদনকারীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রথম ইন্টারভিউ নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে যোগ্য ও সঠিক প্রার্থীকে বাছাই করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট | https://recruitments.aiimskalyani.edu.in/ |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।