অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কল্যাণীর পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। এবার দেখে নেব প্রার্থীদের আবেদন করতে হলে যোগ্যতা কি লাগবে, বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।
সুচিপত্র
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৯৪ টি।
গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০/৯/২০২৪ তারিখে। আবেদনের শেষ তারিখ হল ২৮/৯/২০২৪। এবং সম্ভাব্য ইন্টারভিউ এর তারিখ হল ৭-৮/১০/২০২৪।
আবেদন মূল্য
এক্ষেত্রে আবেদন করতে হলে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০০ টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়া SC, ST, PWD ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না।
বয়স সীমা
উপরোক্ত পদে আবেদন করতে হলে প্রার্থীদের সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া রিজার্ভ ক্যাটাগরিতে সর্বোচ্চ বয়স সীমায় সরকারের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।
মাসিক বেতন
এখানে আবেদন করে যদি চাকরি পায় তাহলে প্রতি মাসে তার সম্পূর্ণ বেতন দেওয়া হবে মোটামুটি ১,০০০০০ টাকার মত।
শিক্ষাগত যোগ্যতা
- Senior Resident (Medical Candidates)- প্রার্থীদের পিজি মেডিকেল ডিগ্রী (MD, MS, DNB) অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের যে কোন ডিগ্রি থাকতে হবে।
- Senior Demonstrator ( Non Medical Candidates) – এক্ষেত্রে প্রার্থীদের M.Sc./ M. Biotech ডিগ্রী করা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয় নিয়ে Ph.D. করা থাকতে হবে।
আরও পড়ুন: রাজ্যের ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, দেখে নিন বিস্তারিত
আবেদন পদ্ধতি
আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। লগইন আইডি দিয়ে লগইন করার পর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
Online Apply | Click Here |
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।