রাজ্যে আবাস যোজনার ঘর পেতে চান! জেনে নিন রাজ্যের নয়া নির্দেশিকা

Updated on:

Bangla Awas Yojana

রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্প নিয়ে বাংলার মানুষদের মধ্যে নানা রকম পরিস্থিতি তৈরি হয়েছে। কোন কোন জায়গায় দেখা যাচ্ছে খুশির আভাস কোন কোন জায়গায় দেখা যাচ্ছে ক্ষোভ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবাস যোজনার প্রথম কিস্তি টাকা প্রাপকের তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ায় নানা রকম অভিযোগ উঠে আসছে, আবার অনেকের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে, ঠিক সেই কারণেই তৈরি হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ। এমতাবস্থায় পরিস্থিতি সামাল দিতে রাজ্য পঞ্চায়েত দপ্তর নতুন করে সমীক্ষকদের নয়া নির্দেশিকা জারি করেছে। কি সেই নয়া নির্দেশিকা তা নিয়ে আজকে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

১১ দফা নয়া নির্দেশিকা জারি

রাজ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রাপকের তালিকা থেকে অনেকের নাম বাদ পড়েছে এবং যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও সে তালিকার নাম রয়েছে, এমন অবস্থায় মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা রকম ক্ষোভ। তাই এমন পরিস্থিতি সামাল দিতেই রাজ্য পঞ্চায়েত নতুন করে সমীক্ষকদের ১১ দফা নয়া নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে যে সমীক্ষকরা আর কেন নতুন তালিকা তৈরি করছেন না। ২০২২ সালের তৈরি তালিকা আবার যাচাই করা হচ্ছে এই তালিকায় থাকা নামগুলি এবার যাচাই করবে পুলিশ। রাজ্য প্রশাসনের কর্তারা জানিয়েছেন যে অনেক সময় কিছু ভুল বুঝাবুঝি থেকে বড় সমস্যা তৈরি হচ্ছে এবং এই সমস্যা মেটানোর জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এক নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাগুলিতে।

পুনরায় সমীক্ষার তালিকা যাচাই

রাজ্য সরকারের নির্দেশে পঞ্চায়েত দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড় দানার জেরে ক্ষতিগ্রস্ত মানুষদের আবাস প্রকল্পের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ আবাস যোজনার তালিকা ক্ষতিগ্রস্তদের নিয়ে তৈরি করা হবে, এছাড়া আগের তালিকায় যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রেও আরও একবার সমীক্ষা করা হবে যাতে কোনভাবেই যোগ্য ব্যক্তি বাংলা আবাস যোজনা প্রকল্প থেকে বাদ না পরে।

সমীক্ষকদের নির্দেশ

পঞ্চায়েত দপ্তর থেকে স্পষ্ট করে বলা হয়েছে সমীক্ষকদের উদ্দেশ্যে যে বিশেষ করে উপভোক্তদের নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইডি সহ সমস্ত তথ্য অধিভুক্ত করার সময় বাড়তি নজর দিতে হবে। যাতে কোনরকম ভাবে ছোট কোন ভুলও না হয়, তাই প্রতিটি স্তরে কড়া নজরদারি ব্যবস্থা রাখতে হবে। এছাড়া তাদেরকে আরো বলা হয়েছে যে যখন সে সমস্ত ব্যক্তিদের তথ্য যাচাই করা হবে তখন সমস্ত তথ্য এবং আবেদনকারীদের বর্তমান ঠিকানা ছবি ও ভিডিও সংগ্রহ করে যথাযথভাবে আপলোড করে রাখতে হবে নির্দিষ্ট অ্যাপে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।