কবে পাবেন আবাস যোজনার টাকা? জেনে নিন দিনক্ষণ!

Updated on:

bangla awas yojana money

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস যোজনা টাকা নিয়ে উঠেছিল নানা রকম দুর্নীতির অভিযোগ। বিগত দু’বছর ধরে আবাস যোজনা টাকার হিসেব ঠিকমতো না মেলায় কেন্দ্র রাজ্যকে ওই খাতের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। বহুবার চিঠি পাঠিয়েও কোন লাভ না হওয়ায় অবশেষে পশ্চিমবঙ্গের বাংলা আবাস যোজনা পাকা বাড়ির তৈরির টাকা সরকার নিজেই দিতে চলেছে। সেই টাকা দেওয়ার সমীক্ষার কাজ শুরু হলেও নানা রকম শাসকদলের একাধিক নেতার বিরুদ্ধে উঠে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ। এবং সে সমস্ত অভিযোগ দূর করে রাজ্য সরকার অবশেষে সমস্ত যোগ্য প্রার্থীদের আবাস যোজনার বরাদ্দ টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে।

পিছিয়ে গেল আবাস যোজনা সমীক্ষা!

এই আবাস যোজনা দেওয়ার মূল লক্ষ্য হলো প্রকৃতপক্ষে যাদের পাকা ঘরবাড়ি জরুরী তাদের টাকা পাইয়ে দেওয়া। গ্রাম সভা, ব্লক লেভেল কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এ তিনটি স্তরে শুরু হয়েছে আবাস তালিকা অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। সেই তালিকা তৈরি হলেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। সমীক্ষার কাজ শেষ হয়েছে ১৮ নভেম্বর অর্থাৎ সোমবার।

কবে ঢুকবে টাকা?

বার বার আবাস যোজনার দুর্নীতির অভিযোগ আসায় এই প্রক্রিয়ার কাজ কিছুটা পিছিয়ে গেছে। এই জন্যই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরো বাড়তি তিন দিন সময় দেওয়া হয়েছে। সার্ভে করার লোকেদের বাড়ি বাড়ি ঘুরে তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে আগামী ২৮ শে নভেম্বরের মধ্যে এরপর ২৯ শে নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙ্গিয়ে রাখতে হবে। যদি সে তালিকা নিয়ে কারো কোন আপত্তি থাকে তাহলে তাকে এই সময়সীমার মধ্যেই জানাতে হবে। আর এছাড়া আবাস যোজনায় যাদের নাম রয়েছে তাদের একাউন্টে টাকা ঢোকা শুরু হবে আগামী ২৩ শে ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে থেকে এরকমই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা হিসেবে প্রত্যেক পরিবারকে ৬০,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। এই আবাস যোজনা নিয়ে বিভিন্ন প্রশাসনিক কর্তাদের মধ্যে বারবার একটাই কথা উঠে আসছে আর সেই কথাটি হল রাজ্য স্তরের উপভোক্তাদের সরাসরি টাকা পাইয়ে দেওয়ার জন্য এর আগে এত বড় প্রকল্প চালু করেনি রাজ্য সরকার’। এই প্রথম কোন প্রকল্পে প্রথম কিস্তির টাকা হিসেবে প্রায় সাড়ে ১১ লক্ষ পরিবারকে ৬০ হাজার টাকা করে দিতে চলেছে রাজ্য সরকার।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।