Bangla Shasya Bima: ফসলের ক্ষতিপূরণ পাবে কৃষকরা, দেখুন নতুন আপডেট

By Sumi Roy

Updated on:

Bangla Shasya Bima

ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। আর তাছাড়া ভারতের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে কৃষি কাজের ওপর। তবে আবারো কৃষকদের জন্য রয়েছে সুখবর। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবারের কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। আসলে অধিবৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় চাষের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণের জন্যই রাজ্য সরকার দিতে চলেছে ক্ষতিপূরণের টাকা।

আসলে কৃষকদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে ফসল উৎপন্ন করতে হয়। কখনো কখনো ঝড়, বৃষ্টি, বন্যা, শিলাবৃষ্টি, খরা ইত্যাদি দুর্যোগকে কাটিয়ে ফসল ফলিয়ে অর্থ উপার্জন করতে হয়। তবে কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য ও কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। তারই মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা নির্মিত শস্য বীমা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়ে থাকে। আর সেই টাকা তারা পায় সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে।

আসলে এবারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বহু চাষের জমি অতি বৃষ্টির ফলে জলের তলায় তলিয়ে গেছে। ফলে তারা তাদের ফসল উৎপাদনে ব্যর্থ হয়েছে। তাই সারা বাংলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। এই কথা জানার পরে মুখ্যমন্ত্রী চাষীদের পাশে দাঁড়ানোর জন্য শস্য বীমা করার জন্য জোর দিচ্ছে চাষীদের। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য চলতি মাসেই বসতে চলেছে জেলায় জেলায় শিবির এবং তা চলতে পারে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। জেলাগুলির ব্লক অফিস এর পাশাপাশি অন্য কোথাও শিবির করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। এর আগে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের তাদের শস্য বীমার মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। তাই এবার ক্ষতিগ্রস্ত ধান চাষীদেরও ক্ষতিপূরণ প্রদান করার জন্য তাদের জেলা জেলায় এবং ব্লকে ব্লকে শিবির করার উপর জোর দিচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন: Driving Licence মেলা: লাইসেন্স বানিয়ে ফেলুন মাত্র 240 টাকায়

রাজের কৃষি দপ্তর সূত্রে জানা গেছে প্রতি জেলাতে চাষীদের বীমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। তবে কোথায় কবে ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠক করে ঠিক করবেন। এবং পরে সমস্ত এলাকায় মাইকে প্রচার করে দেবেন। তাই সবাইকে বলব যে সমস্ত চাষীদের এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতি হয়েছে তারা এই শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারেন।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।