ব্যাংকের তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ঝুঁকি! আগে থেকে করুন এই কাজ

Amit Sarkar

Published on:

Three types of bank accounts at risk of closure

SBI ব্যাংকের তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে অবশ্যই এই কাজটি করুন।

২০২৫ সালের ১ই জানুয়ারি থেকে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এমনই বার্তা দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। আপনার অ্যাকাউন্ট যদি এই তালিকার মধ্যে থাকে তবে এখনই আপনি সতর্ক হয়ে যান এবং জরুরী পদক্ষেপ গ্রহণ করুন।

ব্যাংকের সময়সূচি

ভারতের মধ্যপ্রদেশের সমস্ত সরকারি ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আসছে। স্টেট লেভেল ব্যাংকিং কো-অর্ডিশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যাংকগুলোর অফিস খোলার সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। তবে গ্রাহকদের লেনদেন সংক্রান্ত সমস্ত কাজ বিকেল ৪ টার মধ্যে সম্পন্ন করতে হবে।

কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হবে?

ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী মোট তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। সেগুলি হল-

১) দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ব্যাংক অ্যাকাউন্ট– যে সমস্ত অ্যাকাউন্ট দুই বছর বা তার বেশি সময় ধরে কোনরকম লেনদেন করা হয়নি সে অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে।
২) শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট– যে সমস্ত অ্যাকাউন্টে বহুদিন ধরে কোন ব্যালেন্স নেই অর্থাৎ কোন টাকা নেই সেই সমস্ত অ্যাকাউন্ট গুলি বন্ধ করে দেয়া হবে।
৩) ইন-অ্যাক্টিভ অ্যাকাউন্ট – যে সমস্ত অ্যাকাউন্ট ব্যবহার করা হয় না সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে।

কি করবেন?

যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এই তিন ধরনের অ্যাকাউন্টের তালিকার ভিতর থাকে তবে সেটি বন্ধ হয়ে যেতে পারে। সেজন্যই আপনাকে নিকটস্ত ব্যাংকের যে কোন শাখায় গিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় করে নিতে হবে। খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলি চালু করুন না হলে কিন্তু বন্ধ হয়ে যাবে।

বন্ধ করে দেওয়ার কারণ?

আসলে এই ব্যাংক অ্যাকাউন্ট গুলো যেহেতু মানুষ অনেকদিন ধরে ব্যবহার করে না, তাই ব্যাংকের নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা কমানোর জন্য এবং পরিষেবাকে আরো উন্নত করার জন্যই ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নির্দেশিকা জারি করেছে। এতে করে ব্যাঙ্ক পরিচালনায় স্বচ্ছতা আসবে।

গ্রাহকদের জন্য বিশেষ নির্দেশিকা

  • নিজের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে অবশ্যই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • দুপুর ৪ টার পর গ্রাহকরা কোন লেনদেন করতে পারবে না।
  • ২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

ভারতীয় রিজার্ভ ব্যাংক আশা করছে যে এই নতুন নিয়ম ব্যাংক পরিষেবা কে আরো উন্নত করবে এবং গ্রাহকদের সাহায্য করবে। তাই দেরি না করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করুন এবং যদি এই তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট এর মধ্যে আপনার অ্যাকাউন্ট পড়ে যায় তাহলে অবশ্যই চটজলদি ঠিক করে নিন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।