Bank of Baroda Jobs 2024: ভারতের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুখবর। ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে সমস্ত যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার আমরা দেখে নেব আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স সীমা কত কি হতে হবে, কতগুলো শূন্য পদ রয়েছে ইত্যাদি বিষয়।
Baroda ব্যাঙ্কে কর্মী নিয়োগ (Bank of Baroda Jobs 2024)
নিয়োগ সংস্থা | ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) |
পদের নাম | Various Posts |
মোট শূন্যপদ | ৫৯২ |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ১৯/১১/২০২৪ |
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
ব্যাঙ্ক অফ বরোদা (BOB) এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী Manager, Data Engineers, Project Manager, Strategy Manager সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৫৯২ টি।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ হলো ৩০/১০/২০২৪, আবেদনের শেষ তারিখ হল ১৯/১১/২০২৪।
আবেদন মূল্য
General, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৬০০ টাকা করে দিতে হবে। এছাড়া SC, ST, PWD, & Women ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা দিতে হবে।
বয়স সীমা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ২২ বছর থেকে ৪০ বছর। আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ২৮ বছর থেকে ৫২ বছরের মধ্যে হতে হবে।যেহেতু আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ করা হবে তাই আলাদা পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স আলাদা হতে হবে। এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: ITBP Constable Vacancy 2024: ASI, HC And Constable পদে নিয়োগ, দেখুন বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো ডিসিপ্লিন/ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (B. E./B. Tech)/ স্নাতকোত্তর ডিগ্রি/ স্নাতকোত্তর ডিপ্লোমা/ CA ইত্যাদিতে স্নাতকোত্তর ডিগ্রি/স্নাতক ডিগ্রি থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে আবেদনকারীদের শর্টলিস্ট তৈরি করা হবে, সাক্ষাৎকার, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
অনলাইনে আবেদন পদ্ধতি
এক্ষেত্রে আবেদন প্রার্থীদের অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর এপলাই লিঙ্ক খুঁজে সেখানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করে, পরে লগইন আইডি দিয়ে লগইন করার পর সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র ফিলাপ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এ ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। এবং অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
অনলাইন আবেদন লিঙ্ক | Click Here |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।