রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আরেকটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলাশাসক দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে রাজ্যের জেলা শাসক অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। মাসিক বেতন রয়েছে ২৩ হাজার টাকা। এই নিয়োগ সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
সুচিপত্র
রাজ্যের জেলাশাসক অফিসে কর্মী নিয়োগ
ডিস্ট্রিক্ট ই গভর্নমেন্ট সোসাইটি সংস্থার পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম হল ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার।
আবেদনকারীর বয়সসীমা:
আগ্রহী প্রার্থীদের সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। সেই বয়স কিন্তু ১/৯/২০২৪ অনুযায়ী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি করা থাকতে হবে এবং এর সঙ্গে প্রার্থীকে কম্পিউটার অপারেটিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে। তবে যে সমস্ত প্রার্থীদের ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলার ইন কম্পিউটার সাইন্স নিয়ে স্নাতক ডিগ্রি করা রয়েছে তাদের আলাদা করে কম্পিউটার অপারেটিং বিষয়ে ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে না।
মাসিক বেতন:
উপরোক্ত পদে আবেদন করে আপনি যদি চাকরি পান তাহলে আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৩,৫০০ টাকা করে।
নিয়োগের স্থান:
এক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ করা হবে বাঁকুড়া জেলার জেলাশাসক দপ্তরে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে ২২ শে নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত।
কিভাবে আবেদন করবেন?
আবেদন প্রার্থীদের অফলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। তারপর প্রিন্ট আউট করে নিয়ে সঠিক তথ্য দিয়ে সমস্ত আবেদনপত্রটি ফিলআপ করে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র একসঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। এছাড়া আবেদনপত্রসহ সমস্ত জরুরি নথিপত্রের ডিজিটাল ফটোকপি ইমেইলের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারবে প্রার্থীরা।
আবেদনপত্র জমা করার ঠিকানা
NIC Section, 2nd floor, the office of the District Magistrate, Bankura.
আরও পড়ুন: দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ- ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত
অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনপত্র লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
আবেদনপত্র | Download |
অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।