রোহিতদের নিয়ে আরো কড়া BCCI! লাগেজের ওজন ১৫০ কেজির বেশি হলে খরচ দিতে হবে নিজেদের

Published on:

BBCCI

সুমি রায়, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেটারদের জন্য কড়া বেশ কিছু নিয়ম জারি করেছে। অস্ট্রেলিয়া সিরিজ হারের পর থেকেই কড়া হয়েছে ভারতীয় বোর্ড। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছে। আর তার মধ্যে একটি বিষয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই বিষয়টি তুলে ধরেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

BCCI বোর্ডের নির্দেশ

ক্রিকেটারদের জন্য বোর্ড নির্দেশ দিয়েছে যে কোন ক্রিকেটারের মালপত্রের ওজন অর্থাৎ লাগেজের ওজন ১৫০ কেজির বেশি যদি হয় তাহলে সেই বেশি ওজনের খরচা বোর্ড বহন করবে না। সে এক্সট্রা খরচ তাদের নিজের পকেট থেকে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কি এমন থাকে ক্রিকেটারদের মালপত্রে যে ওজন ১৫০ কিলো ছাড়িয়ে যাচ্ছে?

এই নির্দেশিকাতেই চমকে গিয়েছে আকাশ। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, বোর্ড নাকি ১৫০ কিলো পর্যন্ত মালপত্রের খরচ বহন করবে। আর বাকি দেবে ক্রিকেটার। একটা সফরে কেন একজন ক্রিকেটার ১৫০ কেজি মালপত্র নিয়ে যাবে? কোন ক্রিকেট কিট ব্যাগের ওজন ৪০ কেজির বেশি হয় না। তাহলে কি বাকি ১১০ কিলো জামা কাপড়ের ওজন? কারণ ব্যাটের ওজন তো বেশি হয় না। তাতেও নাকি পোষাচ্ছে না ক্রিকেটারদের! বোর্ড অতিরিক্ত মালপত্রের টাকা দেবে এটা ভেবে নেওয়া হচ্ছে কেন?

BCCI বোর্ডের অন্যান্য নির্দেশ

ব্যাগের ওজন ছাড়া বোর্ড অন্যান্য নির্দেশও দিয়েছে। কোচ এবং ক্রিকেটারদের টিম বাসে একসঙ্গে ভ্রমণ করতে হবে। এই নিয়ম আগে থেকে ছিল, তবে সম্প্রতি কিছু কিছু ক্রিকেটার নিজেদের মতো করে যাত্রা করছিলেন সেটা বন্ধ করতে চাই বোর্ড। এই বিষয়টিতেও আপত্তি রয়েছে আকাশের। তিনি লিখেছেন, ‘সব ক্রিকেটারকে টিম বাসে যেতে হবে, এই বিষয়টাও বিভ্রান্তিকর। এই জিনিস তো বরাবরই ছিল যদি এখন আর তা না থেকে থাকে তাহলে খুঁজে বার করতে হবে কে সেটা বদলালো এবং কেন?

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।