BCCI-র নতুন নির্দেশিকা! ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে ভ্রমণ নিষিদ্ধ

Published on:

BCCI New Rules

ভারতীয় ক্রিকেট দলের পরিচিত দৃশ্য হলো মাঠে তারা খেলবে এবং ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবী বা পরিবারের সদস্যরা বিদেশের মাঠের গ্যালারিতে ভিআইপি বক্সে বসে খেলা দেখছেন, এই বিষয়টা কমন হয়ে দাঁড়িয়েছেন। তবে এবার এই রীতিতে ছেদ পড়েছে। বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে এবার পরিবারের থাকা নিয়ে নিয়ন্ত্রণ আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী বা পরিবার কদিন থাকতে পারবে?

এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও একটি কড়া নিয়ম চালু করেছে এবার BCCI এই আসরে যোগ দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী ৪৫ দিন বা তার বেশি কোন বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তার পরিবার থাকতে পারবে মাত্র ১৪ দিন। যদি সফর ৪৫ দিনের কম হয় তাহলে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী বা তার পরিবার থাকতে পারবে ৭ দিন।

বিসিসিআই প্লেয়ারদের অন্যান্য নিয়ম

বিসিএস এর নিয়ম অনুযায়ী গোটা টুর্নামেন্ট জুড়ে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী থাকতে পারবে না। অনেক দিনের ট্যুর হলে সেখানে দু সপ্তাহের বেশি স্ত্রী বা পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে না। এছাড়া সব প্লেয়ারকে টিম বাসে যেতে হবে এমনকি হেডকোচ গৌতম গম্ভীর এর ব্যক্তিগত ম্যানেজারও টিম বাসে বসার অনুমতি পাবেন না। এমনকি সেম হোটেলেও থাকতে পারবে না, তাকে অন্য কোন পৃথক হোটেলে থাকতে হবে। এবং ম্যানেজারকে গ্যালারির ভিআইপি বক্সে বসার অনুমতি দেওয়া হচ্ছে না। যদি প্লেয়ারদের লাগেজের ওজন ১৫০ কিলোর বেশি হয় তাহলে অতিরিক্ত ওজনের টাকা বিসিসিআই দেবেনা, প্লেয়ারকে নিজের পকেট থেকে দিতে হবে।

ব্যক্তিগত সহযোগীকে নিয়ে বিতর্ক

সম্প্রতি ভারতীয় দলের অস্ট্রেলিয়ার সফরে একটি অত্যন্ত খারাপ পারফরম্যান্স দেখা গিয়েছে। সেখানেই গৌতম গম্ভীর এর এক সহকারী কোচের ব্যক্তিগত সহযোগীকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তিনি নিজের ব্যক্তিগত সহযোগীকে নিয়েও অস্ট্রেলিয়া গিয়েছেন দলের সঙ্গে সঙ্গে ঘুরেছেনও। BCCI এর অনুমতি না নিয়ে ভারতীয় দলের সহকারী কোচ নিজের ব্যক্তিগত সহযোগীকে নিয়ে গিয়েছিলেন বলেই সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে। এই ঘটনার জন্যই বোর্ড কর্তারা ক্ষুব্ধ হন। এও যায় যে আইপিএলের সময়ও ওই ব্যক্তিগত সহযোগী দলের সঙ্গে নিয়মিত দেখা যেত এবং আইপিএল দলের অংশ না হয়েও তিনি সেই দলের জার্সি পড়ে ঘুরে বেড়াতেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক। তারপর থেকেই বোর্ডের পক্ষ থেকে নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।