সুমি রায়, কলকাতা: বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হল বিসিসিআই (BCCI)। আইসিসির আয়ের একটা বড় অংশ আসে বিসিসিআইয়ের থেকে। এই ক্রিকেট বোর্ডের আয় বেশি হওয়ার ফলে ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের আয় অন্য বাকি দেশের ক্রিকেট প্লেয়ারদের থেকে অনেক বেশি। ভারতের ক্রিকেট প্লেয়াররা তাদের কেন্দ্রীয় চুক্তি, ম্যাচ ফি, বোনাস সব মিলিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মার মতন সিনিয়র প্লেয়াররা যে টাকা আয় করেন তাতে কোন ছোট দেশের ক্রিকেট বোর্ড চলতে পারে। তবে এবার ভারতীয় প্লেয়ারদের বিপুল বেতন নিয়ম নড়েচড়ে বসেছে BCCI ।
BCCI সম্প্রতি ভারতীয় পুরুষ ক্রিকেটারদের জন্য একটা নির্দেশিকা জারি করেছে। ক্রিকেট নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার যতদিন না সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ততদিন পর্যন্ত তিনি ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। তবে এর জন্য একজন প্লেয়ারকে তার রাজ্য ক্রিকেট সংস্থাকে জানাতে হবে।
কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখা গিয়েছে যে ভারতের হয়ে খেলা প্লেয়াররা ঘরোয়া ক্রিকেটকে এড়িয়ে চলে। আর যারা ঘরোয়া ক্রিকেট খেলে তারা সুযোগ পান না জাতীয় দলে, এই ছবিটাই বদলাতে চাইছে বোর্ড। তবে এই বিষয় নিয়ে বোর্ড সম্প্রতি নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে ঘরোয়া ক্রিকেটে প্লেয়ারদের অংশগ্রহণ বাধ্যতামূলক। ঘরোয়া ক্রিকেট খেললেই তারা জাতীয় দল এবং কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পাবে।
তবে বোর্ডের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করার একটাই কারণ যাতে প্লেয়াররা ঘরোয়া ক্রিকেটের সঙ্গে নিজেদের যুক্ত রাখতে পারে। এবং অন্যদিনে ঘরোয়া ক্রিকেট যারা খেলে তারা আন্তর্জাতিক ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখতে পারবে। যদি কোন প্লেয়ার ঘরোয়া ক্রিকেট খেলতে না পারেন সেটার পর্যাপ্ত কারণ বোর্ড এবং নির্বাচকদের জানাতে হবে।
অর্থাৎ কোন ক্রিকেটার প্লেয়ার যদি ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে নজর দিলে তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে, তেমনি জাতীয় দলের সুযোগ পেতেও সমস্যা হতে পারে। এইরকমই কড়া নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এই নির্দেশিকার পর অনেকেই মনে করছেন এটা খুব ভালো একটি বিবেচনা কারণ যারা নতুন ক্রিকেটে পা রাখছে তারা অভিজ্ঞতা সম্পূর্ণ ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।