এই গরমে কোন AC সবচেয়ে সেরা? ইনভার্টার, স্প্লিট নাকি উইন্ডো এসি – জানুন সঠিক পছন্দ

Published on:

AC Buying Guide

সুমি রায়, কলকাতা: মার্চ মাস থেকেই সর্বত্র চড়া গরম বিরাজ করছে। আর তাতেই কিন্তু বাড়ছে পাল্লা দিয়ে AC কেনার চাহিদা। কারণ কোন কোন জায়গায় মার্চ মাসে এতটা গরম বেড়েছে যে তারা মনে করছেন যে এপ্রিল, মে মাসে কি করে থাকবে? এর ফলে মূলত এসি এবং কুলারের দিকে ঝোক বাড়ছে মানুষের।

গরমের হাত থেকে বাঁচতে গেলে বর্তমানে কিন্তু এসি মূল ভরসা। তবে এসির চাহিদার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এসির দামও তালমিলিয়ে বাড়ছে। তবে শুধু এসি কিনলেই হলো না নিজের দরকার এবং চাহিদা অনুযায়ী ঠিক কোন ধরনের এসি আপনি আপনার বাড়িতে আনবেন সেটাও কিন্তু ভেবে দেখা উচিত। আজকে এই প্রতিবেদন থেকে আমরা দেখে নেব নিজের চাহিদা অনুযায়ী কোন ধরনের এসি পারফেক্ট হবে তার কিছু ধারনা।

বাড়িতে এসি লাগানোর আগে অবশ্যই কিন্তু সেই ব্যক্তিকে বুঝতে হবে যে তার চাহিদা ঠিক কি ধরনের অর্থাৎ বাড়িতে এসি কতক্ষণ চলবে? বিদ্যুৎ খরচ কি রকম হবে? সেদিকও কিন্তু ভেবে রাখা উচিত। যদি কোন ব্যক্তি মনে করে যে তিনি বাড়িতে 6 থেকে 8 ঘণ্টার বেশি সময় ধরে এসি চালাবেন তাহলে তাকে ফাইভ স্টার ইনভার্টার স্প্লিট এসি সেরা বিকল্প হবে। এবং আপনি যদি এসি কিনতে চান তাহলে এসি কেনার আগে অবশ্যই সঠিক টন ইনভার্টার প্রযুক্তি air ফিল্টার এবং ব্র্যান্ডের কথা মাথায় রেখে কিন্তু এসি বাছাই করবেন।

তবে এসি কেনার আগে অবশ্যই ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে সেই ব্যক্তি স্লিট এসি কিনতে চাইছে নাকি উইন্ডো এসি। যদি কোন ব্যক্তি স্প্লিট এসি কিনতে চায় তাহলে সেটি ইউনিটে পাওয়া যাবে। একটি হয় ইনডোর এবং অন্যটি হয় আউটডোর। আবার উইন্ডো এসি পাওয়া যায় সিঙ্গেল ইউনিটে। যদি আপনার ঘর মাঝারি আকারের হয় তাহলে ঘরের জন্য দেড় টনের এসি লাগবে এবং যদি ঘর বড় হয় তাহলে কিন্তু আপনি ২ টনের এসি ব্যবহার করতে পারেন।

কম বিদ্যুৎ খরচে কোন এসি ভালো?

আপনি যদি চান যে আপনি শীতলতার সঙ্গে সঙ্গে নিজের বিদ্যুৎ খরচ কমাবেন তাহলে আপনাকে ফাইভ স্টার AC কিনতে হবে। এই ফাইভ স্টার রেটিং যুক্ত এসি গুলি সবচেয়ে কম বিদ্যুৎ খরচ করে এবং এগুলি ব্যয়বহুল হয়। অর্থাৎ কোন ব্যক্তি যদি দিনে ৬ থেকে ৮ ঘণ্টা সময় ধরে এসি চালাতে চায় তাহলে তাকে কিন্তু ফাইভ স্টার এসি নিতে হবে এতে করে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে তেমনি বিদ্যুৎ বিলও কম আসবে।

এছাড়া রয়েছে ইনভার্টার এসি যা বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে। ইনভার্টার এসিতে আসলে তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসার অটোমেটিক ভাবে কাজ করে। আবার কিছু কিছু এসিতে আজকাল কুলিং মুড দেখা যায়। সকলকে বলবো সবাই এসি কেনার আগে সব দিক ভালোভাবে বিবেচনা করে তারপরে কিন্তু এসি কিনবেন। কারণ এই সমস্ত জিনিস বারবার কেনা সম্ভব নয় তাই যাচাই-বাছাই করে তারপর নিজের বাড়ির জন্য বেস্ট এসি টাই নিয়ে আসার চেষ্টা করবেন।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।