আজ আলোচনা করব এই বছরের সবচেয়ে চাহিদাযুক্ত চাকরি সম্পর্কে। আমরা বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী যেটা জানতে পেরেছি যে এ বছরের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রচুর চাহিদা রয়েছে। ফলে এ বছরে সবচেয়ে বেশি চাকরির সুযোগ থাকতে পারে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের।
২০২৫ সাল কি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি এবং নতুন উদ্ভাবনের কারণে অনেক সেক্টরে চাকরি চাহিদা বাড়ছে বিশেষ করে Artificial Intelligence (AI), Machine Learning, Data Science এবং Software Development এর মত পেশাদারদের চাহিদা আকাশছোঁয়া।
কোথায় ইঞ্জিনিয়ারিং ছাত্রদের সর্বোচ্চ চাহিদা থাকতে পারে?
১. Cyber Security: যে হারে দিনে দিনে সাইবার ক্রাইম বাড়ছে তাই Digital transformation এর সঙ্গে কোম্পানিগুলি তাদের নিরাপত্তাকে অগ্রধিকার দিচ্ছে। যার ফলে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের চাহিদা বাড়ছে।
২. Artificial Intelligence and Machine Learning: মানুষ কম সময়ে কিভাবে বেশি কাজ করা যায় সেই দিকে নজর দিচ্ছে। ফলে AI এবং ML বিশেষজ্ঞদের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রযুক্তিতে স্বাস্থ্যসেবা, অটোমোবাইল এবং ই-কমার্সের মত প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।
৩. Software Development: এমনিতেই প্রযুক্তি সংস্থাগুলিতে সব সময় Software Development চাহিদা থাকে। তবে এই বছরে নাকি এটি আরো বৃদ্ধি পাবে।
৪. Data Science vs Data Analytics: জানা যাচ্ছে ডেটাকে নতুন কারেন্সি হিসেবে বিবেচনা করা হচ্ছে তাই ডেটা সাইন্টিস্ট এবং অ্যানলেটিক্সরা বিশাল প্যাকেজ সহ দুর্দান্ত সুযোগ পাবে।
৫. Renewable Energy & Electric Vehicles (EV): পরিবেশের কথা মাথায় রেখে বৈদ্যুতিক যানবাহন এবং সবুজ শক্তি সম্পর্কিত ক্ষেত্রগুলি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু কাজের চাহিদা রয়েছে।
রেকর্ড ভাঙা প্যাকেজ
এ বছর কোম্পানিগুলো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ দিচ্ছে। শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিগুলি এবং ডেটা সায়েন্স এর মতো ক্ষেত্রগুলিতে 15 লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত প্রারম্ভিক প্যাকেজ অফার করছে। এছাড়া সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সাইবার সুরক্ষার জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকার প্যাকেজ অফার করছে।
সময়ের সাথে সাথে পরিবর্তনশীল
বর্তমান সময়ে একটি ব্যক্তির শুধুমাত্র ডিগ্রি থাকলে যথেষ্ট নয়। তাকে ডিগ্রির পাশাপাশি বিভিন্ন রকমের নলেজ থাকা উচিত। Industry Ready skills যেমন Coding, Analytics, এবং সমস্যার সমাধানের ক্ষমতা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের শীর্ষ চাকরি সুরক্ষিত করতে সাহায্য করবে। তাই তোমরা যারা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী রয়েছো তাদেরকে বলব ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন রকম নলেজ তোমরা সবসময়ই নিতে থাকবে। এতে করে তোমাদেরই পরবর্তী সময় লাভ হবে। তবে আশা করা যাচ্ছে এবছর ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি বছর। এবছরের তাদের চাহিদা অনুযায়ী কর্মক্ষেত্রে নিজেদের জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।