ভারতের এয়ারটেল ফাউন্ডেশন স্কলার্শিপের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে ল্যাপটপ সহ স্কলারশিপ। ছাত্র-ছাত্রীরা এস স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ৩১ শে আগস্ট পর্যন্ত। এই প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
আসলে এয়ারটেল কোম্পানি শিক্ষার্থীদের জন্য নতুন একটি স্কলারশিপের আয়োজন করেছে। স্কলারশিপ এর মাধ্যমে বিভিন্ন অর্থ-সামাজি পটভূমির ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের পরিণত ভাবে উন্নত করতে সাহায্য করার জন্য এবং মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে ভালো শিক্ষা লাভ করে এগিয়ে যেতে পারে সেজন্যই এই স্কলারশিপের আয়োজন করেছে airtel কোম্পানি। শিক্ষার্থীদের যে স্কলারশিপ দেওয়া হবে এর মধ্যে কিন্তু ছাত্রছাত্রীদের খাবার থেকে শুরু করে বাসস্থানের চার্জ সহ বার্ষিক ফি সমস্ত কিছুই দিয়ে দেওয়া হবে। এমনকি এই স্কলারশিপের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তবে এই স্কলারশিপ কিছু কিছু ছাত্র-ছাত্রীরা পাবে। তাহলে এবার দেখে নেওয়া যাক যে এস স্কলার্শিপের জন্য কারা কারা আবেদন করতে পারবে?
এয়ারটেল স্কলারশিপের জন্য যোগ্যতা
এ স্কলারশিপ এর সুবিধা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের দেওয়া হবে না। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার সাইন্স, ডেটা সায়েন্স, অ্যারোস্পেস, এবং ইমাজিন টেকনোলজিস (AI, IOT, AR/VR, মেশিন লার্নিং, রোবোটিক্স) এর ক্ষেত্রে UG/5 বছরের সমন্বিত কোর্সের প্রথম বর্ষ (২০২৪), শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা শীর্ষ ৫০ টি NIRF ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করা হয়েছে, তাদেরকে এই এয়ারটেল কোম্পানি স্কলারশিপ দেবে। এক্ষেত্রে কিন্তু এই সমস্ত ছাত্রছাত্রী রাই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার পারিবারিক বার্ষিক আয় সাড়ে ৮ লাখ টাকার কম হতে হবে।
এয়ারটেল স্কলারশিপের এর সুবিধা
- এই স্কলারশিপটি UG কোর্সে পুরো সময়কালের জন্য দেওয়া হবে। যার মধ্যে সময়সীমা থাকতে পাঁচ বছর পর্যন্ত।
- এই স্কলারশিপ এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফি অনুযায়ী বার্ষিক ফি এর ১০০% কভার করবে, যার মধ্যে ছাত্র-ছাত্রীদের খাওয়া খরচ এবং মেস চার্জ দেওয়া হবে।
- পিজি /এক্সটার্নাল হোস্টেলে থাকা ছাত্রদেরও কিন্তু ইনস্টিটিউটের হোস্টেল / মেসের চার্জ অনুযায়ী সহায়তা প্রদান করা হবে। এবং সমস্ত স্কলারদের একটা করে ল্যাপটপ ও দেওয়া হবে।
- স্কলারশিপ পাওয়া ছাত্রছাত্রীদের একবার স্নাতক ডিগ্রি কমপ্লিট হয়ে গেলে তারপর তারা লাভজনক কাজকর্ম খুঁজে পেলে স্বেচ্ছায় স্কুল বা কলেজ স্তরে অন্তত একজন ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান করবে, যতদূর তাদের সামর্থ হবে।
প্রয়োজনীয় নথি
- আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড।
- চলতি বছরের ভর্তির প্রমাণপত্র (যেমন এডমিট কার্ড বা ইনস্টিটিউট থেকে ফি জমা দেওয়ার কাগজপত্র)
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট।
- JEE স্কোরকার্ড বা বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার স্কোর কার্ড।
- পিতা-মাতার আয়ের শংসাপত্র।
- আবেদনকারী এবং পিতা-মাতার ব্যাংক অ্যাকাউন্ট এর বিবরণ এবং ব্যাংক স্টেটমেন্ট।
- আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি।
- এছাড়া ছাত্রছাত্রীদের অন্যান্য যে সমস্ত কাগজপাতি চাওয়া হবে সেগুলো দিতে হবে যেমন হোস্টেলের ভাড়া দেওয়া রশিদ, ব্যয়ের রশিদ, ইত্যাদি।
আরও পড়ুন: SC-ST দের জন্য স্পেশাল মেরিট স্কলারশিপ, প্রতি মাসে মিলবে ৪০০ টাকা
আবেদন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের এই স্কলারশিপের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়বেন তারপর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন আইডি দিয়ে লগইন করার পর অ্যাপ্লাই লিংকে ক্লিক করে আবেদনপত্র সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসের ফটোকপি আপলোড করতে হবে। বিভিন্ন শর্তাবলী গ্রহণ করার পর যাচাই করে নিতে হবে আবেদন পত্রটি তারপর সাবমিট করে দিতে হবে এবং সেই আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে যেতে হবে।