BHIM অ্যাপে UPI লেনদেনে টাকা ফেরত! নতুন প্রকল্প আনল কেন্দ্র

Published on:

UPI Payment Cashback

সুমি রায়, কলকাতা: কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছোট ব্যবসায়ীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি UPI লেনদেন নিয়ে নতুন একটি প্রজেক্ট চালু করল কেন্দ্রীয় সরকার। আসলে ছোট ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এতে করে ব্যবসায়ীরা ২০০০ টাকার লেনদেনে বিশেষ পুরষ্কার পাবেন, তবে এই সুবিধাটি পেতে গেলে ব্যবহার করতে হবে BHIM অ্যাপ।

প্রকল্পটি কিভাবে কাজ করবে?

কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যদি কোন ছোট ব্যবসায়ী ২ হাজার টাকার UPI পেমেন্ট পান তাহলে তারা নগদ ইনসেনটিভ হিসেবে সেই পরিমাণের ০.১৫% পর্যন্ত পাবেন। তবে এই সুবিধাটি শুধুমাত্র BHIM অ্যাপের মাধ্যমে করা লেনদেনের জন্যই উপলব্ধ। সরকার মূলত এই প্রোগ্রামের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে শুধুমাত্র ক্ষুদ্র বা ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন বড় ব্যবসায়ীরা এই প্রণোদনা বা ইনসেনটিভ পাবেন না। তবে এই টাকা কিন্তু ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে পাবেন না। প্রতি তিন মাস অন্তর ওই ব্যবসায়ীদের ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদান করা হবে, এছাড়া এ সুবিধা পাওয়ার জন্য কিন্তু কোন রকম অতিরিক্ত চার্জে দিতে হবে না ব্যবসায়ীদের।

কারা উপকৃত হবেন?

এই প্রকল্পটি শুধুমাত্র দোকানদার, রাস্তা বিক্রেতা এবং ক্ষুদ্র ব্যবসার মতো ছোট ব্যবসায়ীদের জন্য উপলব্ধ। এটি তাদের সাহায্য করবে যারা মূলত ছোট ছোট লেনদেন করে। যেমন চায়ের দোকান, মুদি দোকান, রাস্তার বিক্রেতারা, যারা UPI পেমেন্ট গ্রহণ করেন তারা। এটি মূলত ছোট ব্যবসায়ীদের জন্য দুর্দান্ত সুযোগ আসলেই ছোট ব্যবসায়ীদের এই ডিজিটাল প্রেমেন্ট ব্যবহার করার জন্য উৎসাহিত করে তোলার জন্যই এই ব্যবস্থাটি চালু করেছে সরকার।। এটা করে লেনদেন যেমন সহজ হবে। তাতে করে তাদের আর্থিক পরিস্থিতিতে উন্নতি করতে সহায়তা করবে।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।