মহিলাদের জন্য রয়েছে বিরাট আপডেট নবান্নর পক্ষ থেকে, দেখে নিন কি সেই আপডেট!

Amit Sarkar

Published on:

big-update-comes-from-nabanna

রাজ্যের সমস্ত মহিলাদের জন্য রয়েছে সুখবর। রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য আবারো রয়েছে খুশির খবর।

কি সেই খুশির খবর?

নবান্ন সিদ্ধান্ত নিয়েছে যে, ৬০ বছর বয়স সম্পূর্ণ হলেই যারা এমনিতে বার্ধক্যভাতা পেতে শুরু করেন তাদের ক্ষেত্রে আবার মাসিক আয়ের 1000 টাকা ঊর্ধ্বসীমা প্রযোজ্য থাকবে না। যার ফলে কয়েক লক্ষ মহিলারা সরাসরি সরকারের দ্বারা উপকৃত হবে বলে মনে করছেন অনেকে।

এই সুবিধা প্রদান করা হয় নারী শিশু এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত ‘ওল্ড এজ পেনশন’ প্রকল্পের আওতায়। তবে বর্তমানে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে উপভোক্তার মাসিক এক হাজার টাকার নিচে থাকতে হয়। তবে এই সীমা তুলে দেওয়ার জন্য ইতিমধ্যে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে এবং যা মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই অনুমোদন পেয়ে গেলেই নবান্নর পক্ষ থেকে সেই নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে জারি করবে।

অন্যান্য প্রকল্প

অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য পরিচালিত ‘তপশিলি বন্ধু’ ও ‘জয় জোহার’ প্রকল্পে আয়ের সেইভাবে কোনরকম সীমাবদ্ধতা নেই। লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ৬০ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ‘তপশিলি বন্ধু’ বা ‘জয় জোহার’ প্রকল্পের আওতায় চলে আসে। এবার এই নিয়মটি ‘ওল্ড এজ পেনশন’ প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য করতে উদ্যোগি হয়েছে রাজ্য সরকার।