কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। তাই এবার নতুন করে নারীদের ক্ষমতায়নের জন্য আনা হচ্ছে একটি পরিকল্পনা। তথ্য অনুযায়ী জানা গিয়েছে সোমবার, ৯ ই ডিসেম্বর হরিয়ানা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বীমা সখী যোজনা’ চালু করবেন। এই প্রকল্পের মূল লক্ষ্যই হল মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি অগ্রসর করা। এবার দেখে নিব এই প্রকল্পটি আসলে কি? কারা কারা সুবিধা পাবে এই বীমার? এই সমস্ত বিভিন্ন তথ্য।
বীমা সখী যোজনা (Bima Sakhi Yojana)
বীমা সখী যোজনা হল একটি LIC প্রদত্ত যোজনা। পিএমও-র জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে বীমা সখী যোজনা ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের (LIC ) একটি উদ্যোগ। এই স্কিমটি চালু হবে পানিপতে। এই যোজনার মাধ্যমে ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের শক্তিশালী করে তোলা হবে, যে সমস্ত মহিলারা দশম শ্রেণী পাস করেছে। এছাড়াও সেই বিবৃতিতে আরো বলা হয়েছে যে এই প্রকল্পের অধীনে মহিলাদের আর্থিক সাক্ষরতা এবং বীমার সচেতনা বৃদ্ধির জন্য প্রথম তিন বছরের একটি বিশেষ প্রশিক্ষণ ও উপবৃত্তি দেওয়া হবে।
ডেভলপমেন্ট অফিসার হওয়ার সুযোগ
তিন বছর প্রশিক্ষণের পর মহিলারা এলআইসি এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এছাড়া স্নাতক বীমা সখীরাও এলআইসিতে ডেভেলপমেন্ট অফিসারের ভূমিকায় কাজ করার সুযোগ পাবে।
কত টাকা পাবে মহিলারা
প্রকল্পের শুরুতে মহিলাদের প্রতি মাসের ৭,০০০ টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় বছরে সমস্ত মহিলাদের ৬,০০০ টাকা করে দেওয়া হবে এবং তৃতীয় বছরে ৫,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। যে সমস্ত মহিলারা তাদের লক্ষ্য পূরণ করতে পারবে তাদের আলাদাভাবে কমিশন দেওয়া হবে। এক্ষেত্রে প্রকল্পের প্রথম ধাপে মোট ৩৫ হাজার মহিলাকে বীমা এজেন্ট হিসেবে চাকরি দেওয়া হবে পরে আরো ৫০,০০০ মহিলাকে এ প্রকল্পের আওতায় সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী ভবিষ্যতের বীমা সখীদের নিয়োগ শংসাপত্র বিতরণ করবেন।
ন্যূনতম যোগ্যতা
বীমা সখী যোজনায় মহিলাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে মহিলাদের বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। এছাড়া মহিলাদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাস করা থাকতে হবে।
কোথায় উদ্বোধন হতে চলেছে এই প্রকল্প
সোমবার এই যোজনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানার পানিপতে একটি অনুষ্ঠানে উদ্বোধন করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে থাকছেন হরিয়ানা রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং কেন্দ্রীয় ও রাজ্য উভয়ের অন্যান্য মন্ত্রীরা। তবে এই বিষয় নিয়ে এলআইসি এখনো পর্যন্ত বিশদে কোনরকম বিবরণ প্রকাশ করেনি।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।