Bird Flu নিয়ে সতর্কতা! তাহলে কি মুরগির মাংস খাওয়া বিপজ্জনক?

Published on:

Bird Flu in West Bengal

অমিত সরকার, কলকাতা: বাংলার বিভিন্ন জায়গায় ক্রমশ ছড়িয়ে পড়েছে একটি ভাইরাস, যার নাম হল বার্ড ফ্লু (Bird Flu)। কিছুদিন আগেও কিন্তু রাজ্যে এই ভাইরাস ছড়ানোর খবর শিরোনামে এসেছিল। তবে এবার নাকি পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে কারণ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের একাধিক জায়গায় এই ভাইরাসের হদিস মিলেছে ফলে পশ্চিমবঙ্গেও সংক্রমণের আশঙ্কা চলছে।

ঝাড়খণ্ডে Bird Flu

আসলে সর্বপ্রথম ঝাড়খণ্ডের পাকুর জেলার পাকুড় গ্রামে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একাধিক পোল্ট্রি ফার্মে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে যার ফলেই পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। তবে বেশ কিছু সূত্র দাবি করেছে যে সেখানকার ১০ কিলোমিটার এলাকা জুড়েই এই বার্ড ফ্লু ভাইরাসের এপিসেন্টার হতে পারে অর্থাৎ এখান থেকে আরও অন্য জায়গায় ছড়ানোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক! নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত

মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক পদক্ষেপ

যেহেতু ঝাড়খণ্ডের কাছাকাছি স্থানে অবস্থিত মুর্শিদাবাদ জেলা তাই সেখানকার প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে। মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লক, ওমরপুর শামশেরগঞ্জ, পাইকর, ধুলিয়ানা, নওপাড়া এবং ফারাক্কার মহাদেব নগরে বিশেষ প্রতিরক্ষা টিম গঠন করা হয়েছে নজরদারি চালানোর জন্য। প্রশাসন নিয়মিত সেই ভাইরাস নিয়ে সেখানে চেকিং রিপোর্ট তৈরি করে চলেছে। বিভিন্ন পোল্ট্রি ফার্ম গুলোতেও কঠোর বায়োসিকিউরিটি প্রটোকল পালন করতে বলা হয়েছে, যাতে ভাইরাসের সংক্রমণ না ছড়ায়। অন্যদিকে এটাও নজরদারিতে রাখা হচ্ছে যে যে ঝাড়খন্ড থেকে যেন কোন মুরগি মুর্শিদাবাদে প্রবেশ করতে না পারে।

আরও পড়ুন: পাইপলাইনে গ্যাস আসছে বাংলায়! জুন থেকে বাড়িতেই মিলবে সাশ্রয়ী গ্যাস পরিষেবা

তাহলে কি মুরগির মাংস খাওয়া নিষেধ?

বিশেষভাবে মুর্শিদাবাদ জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে মুরগির মাংস খাওয়ার ক্ষেত্রে কোন রকম বাধা নেই। তবে প্রশাসন বলছে ভাইরাসের সংক্রমণ মুরগির মাংস থেকে ছড়ায় না, তবে জনসাধারণকে সতর্ক থাকতে হবে। মুরগির মাংস খাওয়া পুরোপুরি নিরাপদ, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।