ছাত্র-ছাত্রীরা প্রতিবছর সরকারি এবং বেসরকারি বিভিন্ন রকম স্কলারশিপ পেয়ে থাকে। তবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তোমাদের আরেকটি সমাজসেবী সংস্থার পক্ষ থেকে পরিচালিত একটি স্কলার্শিপের বিষয়ে জানাবো। সেই স্কলারশিপটি হল বিশ্ববীনা ফাউন্ডেশন স্কলারশিপ। যে সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা আর্থিক সমস্যার মধ্যে পড়াশোনা করছে এবং অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় রয়েছে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই NGO ফাউন্ডেশন।
বিশ্ববীণা স্কলারশিপ (Biswabina Scholarship)
যেসমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়েছে অথবা খুবই কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাদের জন্য চালু করা হয়েছে এই স্কলারশিপ। সেক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা চলতি বছরে উচ্চমাধ্যমিক পাস করে কলেজে বা অন্য কোন পেশাদারী কোর্স বা যেকোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে তাদের জন্য এই স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে। মেধাবী ছাত্র ছাত্রীরা বাইরে পড়াশোনা করার জন্য বাইরে থাকাকালীন খাওয়া খরচা, থাকা খরচ, এবং পড়াশোনার যাবতীয় খরচ এই স্কলারশিপের মাধ্যমে পেতে পারে।
কারা কারা পাবে বিশ্ববীণা স্কলারশিপ
স্কলারশিপ পাবার জন্য অবশ্যই ছাত্র-ছাত্রীদের একটি যোগ্যতা থাকতে হবে। সেক্ষেত্রে প্রার্থী এবং তার পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং সেই প্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কিংবা অন্য কোন পেশাদারী কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে। এছাড়া তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষে ন্যূনতম ৮০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
আবেদনের শেষ তারিখ
সংস্থার কাছে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ১৫ই সেপ্টেম্বর ২০২৪। তবে তার আগে অবশ্যই সে শিক্ষার্থীকে স্পিড পোস্ট করে দিতে হবে যাতে উল্লিখিত তারিখের আগে আবেদনপত্র দিয়ে পৌঁছায় অথবা শিক্ষার্থী যদি মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা হয় তাহলে সে শিক্ষার্থী সরাসরি সংস্থার দপ্তরে গিয়ে জমা করে আসতে পারে।
আবেদনের পদ্ধতি
স্কলারশিপের আবেদন সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে করতে হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের নাম নথিভুক্ত করতে চাইছে তাদের এই প্রাইভেট সংস্থার অফিশিয়াল পোর্টালে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে, তারপর সমস্ত সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি একসাথে করে সে নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইটে উল্লেখিত নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট করে দিতে হবে।
আরও পড়ুন: SBI Scholarship 2024: এই স্কলারশিপে মিলবে ১৫,০০০ টাকা
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
এবার দেখে নেব এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে। এক্ষেত্রে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং বৈধ মার্কশিট, ও নিজের পরিচয় পত্র হিসেবে আধার কিংবা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র, নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, কাস্ট সার্টিফিকেট, নতুন যে কোর্সে ভর্তি হয়েছে সেই ভর্তির রশিদ।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।