Blinkit ATM: এখন ১০ মিনিটেই বাড়িতে পৌঁছবে নগদ টাকা! দুয়ারে এটিএম পরিষেবা শুরুর প্রস্তাব

Amit Sarkar

Published on:

Cash in 10 Minutes Blinkit ATM

Blinkit ATM: ইতিমধ্যে ইন্টারনেটে একটি বিষয় খুব ভাইরাল হয়েছে। সেটি হল এবার নাকি দেশজুড়ে শুরু হতে পারে দুয়ারে এটিএম ব্যবস্থা। এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যবস্থা তো হল Blinkit ATM। এর মাধ্যমে মানুষ বাড়িতে বসে খুব সহজে নিজের ব্যাংকের থেকে টাকা হাতে পাবে।

বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে প্রত্যেক মানুষই নগদ অর্থ ঘরে বেশী তো রাখে না। সব অর্থ জমা রাখে ব্যাংকে। এবং নিজের প্রয়োজন অনুযায়ী মানুষ এটিএম কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে পারে। কারণ বর্তমানে পকেটে করে নগর অর্থ নিয়ে ঘোরাফেরা একটি ঝুঁকি রয়েছে আর এটিএম কার্ড যদি থেকে থাকে তাহলে অনেকটাই অসুবিধা যেন মানুষের মতো টাকা তুলতে পারবে সময় মত। তবে যদিও অর্থ তুলতে হলে মানুষকে অনেকটা পথ গিয়ে এটিএম থেকে টাকা তুলতে হয় এক্ষেত্রে বাড়ির বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তির পক্ষে খুবই সমস্যার জন্য সমস্যা জনক। যদি এই ব্যবস্থাটি হয় যে আপনার বাড়ির সামনে নগদ অর্থ পৌঁছে যাবে, তাহলে খুব ভালো হয়। এখন মানুষের একটা চিন্তা আদৌ কি Blinkit থেকে এই সুযোগ-সুবিধা পাওয়া যাবে?

Blinkit ATM

এবার নাকি শুরু হতে পারে দুয়ারে এটিএম। আমরা এতদিন পর্যন্ত জানতাম ব্লিংকির ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা দেয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে যে ব্লিঙ্কিট এটিএম ব্যবস্থা নিয়ে। এই প্রথম ব্লিঙ্কিটকে অন্যত্র পরিষেবার দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা ও ইউটিউবার ব্লিঙ্কিট কোম্পানিকে আবেদন জানিয়েছেন ১০ মিনিটের মধ্যে দুয়ার এ টি এম পরিষেবা চালু করার জন্য।

Pan Card আপডেটের মেসেজ পেয়েছেন? সতর্ক থাকুন এবং ক্লিক করার আগে ভাবুন!

এমন প্রস্তাবের কারণ

সাইবার সিটি গুরুগ্রামে পাঁচটি অ্যাম্বুলেন্স নিয়ে ব্লিঙ্কিটকে এই পরিষেবা চালু করার দাবী জানিয়েছেন স্টার্টআপ কোম্পানি ডট এ প্রতিষ্ঠাতা ও ইউটিউবার হর্ষ পাঞ্জাবি। কারণ মানুষ যখন অসুস্থ হয় ততক্ষণাত রাতবিরেতে অ্যাম্বুলেন্স এর প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স আসতে অনেকটা সময় লাগে। কিন্তু ব্লিঙ্কিট এম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে যেখানে ফোন করলে মাত্র ১০ মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। এর ফলে একজন অসুস্থ ব্যক্তি খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে চিকিৎসা গ্রহণ করতে পারে। ঠিক তেমনিভাবে ১০ মিনিটের মধ্যে যদি এটিএম এর থেকে টাকা গ্রাহকের কাছে পৌঁছে যায় তাহলে কতটাই না ভালো হয়!

কারণ মানুষ অসুস্থ হলে যে রকম খুব তাড়াতাড়ি রাতবিরেতে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তেমনিভাবে মানুষ রাতের বিপদে পড়লেও অনেক সময় টাকা পয়সা দরকার হয়। কিন্তু এত রাতে এটিএমে পৌঁছে টাকা আনতে গেলেও অনেকটাই অসুবিধা সম্মুখীন হতে হয়। এছাড়া বাড়িতে বা ঘরে সবসময় নগদ অর্থ থাকে না এমন সময় বাড়িতে দেখা যায় কেউ নেই যে এটিএম থেকে টাকা তুলে এনে দেবে এর ফলে এটিএম কার্ড ব্যবহারকারীরা অনেকটাই অসুবিধায় পড়ে। সেই জন্যই স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা ও ইউটিউবার হর্ষ পাঞ্জাবি এই পরিষেবা চালু করা দাবি করেছেন।

Google Pay এবং PhonePe ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা, নতুন নিয়মে কী আসছে?

কবে থেকে চালু হবে এই ব্যবস্থা

Blinkit ATM পরিষেবা কবে থেকে শুরু হবে বা আদ্র শুরু হবে কিনা এ বিষয়ে কিছু জানা যায় না। কিংবা এরকম সার্ভিস দেওয়ার নিয়ম রয়েছে কিনা তাও জানা নেই। তবে এই ব্যবস্থা যদি চালু হয় তাহলে উপকৃত হবেন বহু এটিএম ব্যবহারকারীরা। তবে এই ব্যাপারটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে এবং সেখানেই এই পরিষেবার পজিটিভ ও নেগেটিভ দিকগুলি তুলে ধরেছেন নাগরিকরা। এই ব্যবস্থা কি সত্যিই চালু হতে পারে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে যদি এই এটিএম চালু হয় তাহলে উপকৃত হবেন বহু সাধারণ মানুষ।