মাধ্যমিক পরীক্ষায় নতুন গাইডলাইন জারি করলো বোর্ড, কি দায়িত্ব মানতে হবে শিক্ষক- শিক্ষিকাদের?

Amit Sarkar

Updated on:

Board issues new guidelines for secondary exams

আবারো বোর্ডের পক্ষ থেকে ১১ দফা গাইডলাইন জারি করা হলো মাধ্যমিক পরীক্ষার জন্য। মাধ্যমিকের আগেই পরীক্ষা নিয়ে স্কুল স্কুলে নির্দেশিকা পাঠালো মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক শিক্ষিকাদের। এবারে শিক্ষক শিক্ষিকাদের জন্য একগুচ্ছ নিয়ম বেঁধে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। এবার দেখে নেব কি কি নিয়ম জারি করা হয়েছে।

  • পরীক্ষা ঘরে ঢোকার সময় শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের চেকিং করবে।
  • পরীক্ষা হলে নজরদারি করতে হবে।
  • প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে হবে।
  • উত্তরপত্র সঠিকভাবে প্যাকেটিং হচ্ছে কিনা তার জন্য নজর দিতে হবে।
  • পরীক্ষার দিনগুলোতে অন্য কোন কাজ নেওয়া যাবে না।
  • পরীক্ষার প্রস্তুতির জন্য যে বৈঠক গুলি হয় সেই বৈঠক গুলোতেও যোগ দিতে হবে।
  • পরীক্ষায় নজরদারির দায়িত্ব দেওয়া হলে তা পালন করতে হবে।
  • প্রধান পরীক্ষক বা পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
  • পর্ষদের এই ১১ দফা নির্দেশ না মানলে শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণ করবে পর্ষদ।

এছাড়া শিক্ষক শিক্ষিকাদের আরও বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন,”অনেক ক্ষেত্রে পরীক্ষার দায়িত্ব পালন বলতে কি বুঝায় তা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে। তাই যাতে কোন বিভ্রান্তি না থাকে তার জন্য এই ১১ দফা গাইডলাইন দেওয়া হল তাদের। আর এই গাইড লাইন মেনে চলতে হবে শিক্ষক-শিক্ষিকাদের।