BSF Recruitment 2024: চাকরি খুঁজছেন? সীমান্ত নিরাপত্তা বাহিনীতে চাকরির দারুণ সুযোগ

By Amit Sarkar

Published on:

BSF নিয়োগ 2024

BSF Recruitment 2024: যে সমস্ত চাকরিপ্রার্থীরা BSF এ অংশগ্রহণ করতে চান তাদের জন্য রয়েছে বড় সুখবর। সম্প্রতি BSF এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে গ্রুপ A, B, C, মিলিয়ে অনেকগুলি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা অবশ্যই এই সুযোগটি কাজে লাগাতে পারে। এক্ষেত্রে আবেদন অনলাইনে মাধ্যমে করতে হবে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

BSF নিয়োগ 2024 (BSF Group A, B, C Recruitment 2024)

সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ভারতের যেকোনো জেলা থেকে কিন্তু আবেদন প্রার্থীরা আবেদন জানাতে পারবে। এবার দেখে নেব আবেদন করতে হলে আবেদনকারীদের বয়স কত কি হতে হবে? বেতন কত করে দেবে? যোগ্যতা কি লাগবে? কোন কোন পোস্টে কত গুলি শূন্য পদ রয়েছে? ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোমতো দেখে, শুনে, বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

পদের নাম

BSF এর কর্তৃপক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। যেমন প্যারামেডিকেল স্টাফ, SMT workshop, ভেটেরিনারি স্টাফ, এবং লাইব্রেরিয়ান পোস্ট।

মোট শূন্যপদ সংখ্যা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৪১ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

পোস্টের নামমোট শূন্যপদ
SI (Staff Nurse)১৪ টি
ASI (Lab Tech)৩৮ টি
ASI (Physio)৪৭ টি
SI (Vehicle Mechanic)৩ টি
Constable (OTRP)১ টি
Constable (SKT)১ টি
Constable (Fitter)৪ টি
Constable (Carpenter)২ টি
Constable (Auto Elect)১ টি
Constable (Veh Mech)২২ টি
Constable (BSTS)২ টি
Constable (Upholster)১ টি
HC (Veterinary)১ টি
Constable (Kennelman)২ টি
Inspector (Librarian)২ টি

বয়স সীমা

পোস্টের নামবয়স সীমা
SI (Staff Nurse)সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
ASI (Lab Tech)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
ASI (Physio)সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
SI (Vehicle Mechanic)সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
Constable (OTRP)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
Constable (SKT)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
Constable (Fitter)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
Constable (Carpenter)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
Constable (Auto Elect)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
Constable (Veh Mech)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
Constable (BSTS)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
Constable (Upholster)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
HC (Veterinary)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
Constable (Kennelman)সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
Inspector (Librarian)সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: BECIL Recruitment 2024: Executive Assistant পদে হবে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উপরোক্ত বিভিন্ন পদে আবেদন করতে চাইলে বিভিন্ন পদের জন্য পার্থীদর আলাদা আলাদা যোগ্যতা থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোমতো দেখে, শুনে, বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

পোস্টের নামশিক্ষাগত যোগ্যতা
SI (Staff Nurse)GNM
ASI (Lab Tech)Lab Technician Diploma
ASI (Physio)Physiotherapy Diploma
SI (Vehicle Mechanic)Diploma in Related Field
Constable (OTRP)ITI in Respective Trade or 3 Yrs. Exp
Constable (SKT)ITI in Respective Trade or 3 Yrs. Exp
Constable (Fitter)ITI in Respective Trade or 3 Yrs. Exp
Constable (Carpenter)ITI in Respective Trade or 3 Yrs. Exp
Constable (Auto Elect)ITI in Respective Trade or 3 Yrs. Exp
Constable (Veh Mech)ITI in Respective Trade or 3 Yrs. Exp
Constable (BSTS)ITI in Respective Trade or 3 Yrs. Exp
Constable (Upholster)ITI in Respective Trade or 3 Yrs. Exp
HC (Veterinary)12th with Biology OR VLDA
Constable (Kennelman)10th Pass + 2 Yrs. Exp
Inspector (Librarian)Degree in Library Science

আবেদন মূল্য

  • Gen/OBC/EWS – এই প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি হিসেবে দিতে হবে।
  • SC/ ST/ESM/ Female – এই প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না।
  • আবেদন ফি অনলাইনের মাধ্যমে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বিএসএফের বিভিন্ন পোস্টে প্রার্থীদের কয়টি ধাপের মাধ্যমে পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি পেতে হবে। তো সেক্ষেত্রে আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর ফিজিক্যাল টেস্ট এবং স্কিল টেস্ট নেওয়া হবে, এবং পরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন দিয়ে সঠিক ও যোগ্যতা প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আবেদনের সময় সীমা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উপরোক্ত পদের জন্য আবেদন শুরু ডেট হলো ১৮ মে ২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ১৬ জুন ২০২৪। ইচ্ছুক প্রার্থীদের এই সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: Eastern Railway Recruitment 2024: গুডস ট্রেন ম্যানেজার পদে হবে নিয়োগ

আবেদন পদ্ধতি

  • এক্ষেত্রে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোমতো দেখে শুনে বুঝে নিতে হবে।
  • তারপর এপ্লাই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • লগইন করার পরে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে।
  • যা যা ডকুমেন্টস হয়েছে সেগুলোর সঠিক সাইজ মত আপলোড করতে হবে।
  • আবেদন ফি অনলাইনে জমা করতে হবে।
  • সঠিক ডেট এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটBSF
অফিসিয়াল বিজ্ঞপ্তি (Short Notice)Download Here

আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।