BSF কনস্টেবল পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ – BSF Constable GD Recruitment Vacancy 2024

By Indrani Sarkar

Updated on:

BSF Constable GD Recruitment Vacancy 2024

BSF Constable GD Recruitment Vacancy 2024: যে সমস্ত চাকরি প্রার্থীরা বিভিন্ন চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতে যে কোন জেলা থেকে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এই আবেদন প্রক্রিয়া চলবে ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা রয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

BSF Constable GD Recruitment Vacancy 2024

BSF Constable GD Recruitment Vacancy 2024 (পদের নাম ও শুন্য পদ সংখ্যা)

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী Constable (General Duty)- Sports Quota পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২৭৫ টি।

বয়স সীমা

Constable (GD)- Sports Quota পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে।বয়স সীমা গণনার জন্য কাটঅফ তারিখ হল ১/১/২০২৫। রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীদের নিয়মানুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ অথবা তার সমতুল্য যে কোনো ডিগ্রী করা থাকতে হবে + প্রার্থীদের যে কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই বলব তোমরা আগে অফিশিয়াল নোটিফিকেশন ভালো করে দেখে নিয়ে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে।

আবেদন মূল্য

Gen /OBC /EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১৪৭.২০ টাকা করে দিতে হবে। SC/ST/Female ক্যাটেগরির প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে কোনো টাকা দিতে হবে না।

নির্বাচন প্রক্রিয়া

এক্ষেত্রে আবেদনকারীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট (PST), ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হলো ১-১২-২০২৪, অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ৩০-১২-২০২৪।

মাসিক বেতন

  • Constable (General Duty)- Sports Quota – মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে।

BSF Constable GD Recruitment 2024 How to Apply (আবেদন পদ্ধতি)

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে এপ্লাই লিঙ্ক খুঁজে সেখানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন তারপরে লগইন আইডি দিয়ে লগইন করে সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

Online Application Form Click Here
Official Notification Click Here

আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাংকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ! দেখে নিন আবেদন পদ্ধতি

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।